শুক্রবার কৌশিকী অমাবস্যা। দু’বছর পুজো বন্ধ থাকার পর আজ বিশেষ উপাচারে পুজো হতে চলেছে। বীরভূমের তারাপীঠ মন্দিরে ভোর চারটে থেকে শুরু হয়েছে মঙ্গলারতি। ভোর থেকেই মন্দিরে ভক্তদের আগমণ শুরু হয়েছে।
সূত্রের খবর, দু’বছর পর করোনার রেশ কাটিয়ে মায়ের পায়ে পুজো দিতে আসেন লক্ষাধিক ভক্তরা তারাপীঠে। কৌশিকী অমাবস্যায় বিশেষভাবে মা তারার পুজো করা হয়। রাতে মন্দির চত্বরে নিশি পুজো ও যজ্ঞের আয়োজন করা হয়। তারাপীঠ মহাশ্মশানে হোম যজ্ঞেরও আয়োজন করা হয়েছে। এই যজ্ঞের সাধু-সন্তদের সঙ্গে যুক্ত হচ্ছেন ভক্তরাও। বিগত দু’বছর যাবৎ করোনা মহামারীর কারনে ভক্তদের সমাগম সেইরকম না থাকায় এই বছর লক্ষধিক ভক্তদের সমাগম আশা করছে পুজো মন্দির কমিটি।
কৌশিকী অমাবশ্যায় রাজকীয় বেশে মা তারাকে সাজিয়ে পুজো করা হয়। ভক্তদের জন্য শুক্র-শনি দু’দিন মন্দির খুলে রাখার সিদ্ধান্ত নিয়েছে মন্দির কর্তৃপক্ষ। বড় পর্দার মাধ্যমে ভক্তদের মঙ্গলারতি দেখানোরও ব্যবস্থা করা হয়েছে বলে খবর।
ফোর্টিন টাইমলাইন, তারাপীঠ, বীরভূম।