Birbhum : বাস দুর্ঘটনায় ন’জনের মৃত্যু

আরও পড়ুন

মঙ্গলবার দুপুরে একটি সরকারি বাসের সঙ্গে অটোর মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হয়েছে ন’জনের। গুরুতর আহত হয়েছেন একজন। মর্মান্তিক এই দুর্ঘটনাটি ঘটেছে বীরভূমের মল্লারপুরে। মৃতরা সকলেই রামপুরহাটের পারকান্দী গ্রামের বাসিন্দা। ঘটনাস্থলে পৌঁছয় বিশাল পুলিশবাহিনী।

স্থানীয় সূত্রে খবর, বিশ্ব আদিবাসী দিবসের অনুষ্ঠান থেকে অটো করে বাড়ি ফিরছিলেন দশজনের একটি দল । তখনই ঘটে এমন মর্মান্তিক দুর্ঘটনা। উল্টো দিক থেকে আসা একটি বাস এসে পিষে দেয় ওই অটোটিকে। ঘটনাস্থলে সঙ্গে সঙ্গে মৃত্যু হয় ন’জনের। আশঙ্কাজনক অবস্থায় একজনকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। এই ঘটনার পর থেকেই গাড়ির চালক পলাতক। পুলিশ মৃতদেহগুলিকে উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠায়। গাড়ি চালকের তল্লাশি শুরু করেছে পুলিশ। তবে দুর্ঘটনার কারন খতিয়ে দেখা হচ্ছে।

ফোর্টিন টাইমলাইন, বীরভূম।

- Advertisement -

সম্পর্কিত খবর

- Advertisement -

ট্রেন্ডিং

close