সোমবার মেলায় নাগরদোলা ভেঙে পড়ে যাওয়ায় আহত হলেন কমপক্ষে ৫ জন। সূত্রের খবর- বীরভূমের লাভপুরের বিপ্রটিকুরি গ্রামে মনসা পুজো উপলক্ষে বড় মাপের মেলা বসেছিল। যারফলে গ্রামবাসীর উপচে পড়া ভিড়ও লক্ষ্য করা গিয়েছিল ওই মেলায়।
সূত্রে খবর, মেলায় এসে অনেকেই নাগরদোলায় চড়ছিল। সোমবার সন্ধ্যা সাড়ে আটটা নাগাদ নাগরদোলাটি ভেঙে পড়ে। নগরদোলার গতিবেগ কম থাকার কারনে ক্ষয়ক্ষতি কমে হয়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন। তারা আরও জানান, নাগরদোলা যেই জায়গায় বসানো হয়েছে সেই জায়গায় মাটি নরম থাকার কারনে এমন মর্মান্তিক পরিণতি।
দুর্ঘটনার পর আহতদের মধ্যে চার জনকে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয় চিকিৎসার জন্য। অন্য আরেকজনকে বোলপুর সুপার স্পেশ্যালিটি হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে। এদিনের ঘটনার পর রীতিমতো উত্তেজনা ছড়িয়ে পড়েছে এলাকাজুড়ে।
ফোর্টিন টাইমলাইন, বীরভূম।