Birbhum: মায়ের দেওয়া বিষে মৃত্যু দুই মেয়ের

আরও পড়ুন

স্বামী-স্ত্রীর অশান্তির জেরে মায়ের দেওয়া বিষয়ে মৃত্যু হল দুই মেয়ের। এরপর, তিনি নিজেই বিষ খেয়ে নেন। বর্তমানে, তার ছেলে ও মা আশঙ্কাজনক অবস্থায় বর্ধমান মেডিকেল কলেজে চিকিৎসাধীন। ঘটনাটি ঘটেছে কীর্ণাহার থানার কালিনগর গ্রামে। স্থানীয় সূর খবর, কালিনগর গ্রামের বাসিন্দা সেরিনা বিবির স্বামী বেশ কয়েক বছর ধরে কর্মসূত্রে সৌদি আরবে রয়েছেন। অভিযোগ, তিনি সংসার খরচের জন্য ঠিক মতন টাকা-পয়সা পাঠাতেন না পাশাপাশি নিজের পরিবারের খোঁজ-খবরও রাখতেন না। সেই নিয়ে সেরিনা বিবি ও তার স্বামী ইউনুস হোসেনের মধ্যে প্রায়শই অশান্তি হত।

শুক্রবার রাতেও ফোনে স্বামী-স্ত্রীর মধ্যে ব্যাপক অশান্তি হয় বলে জানা গেছে। তারপরই সেরিনা বিবি বিষ মেশানো খাবার তার দুই কন্যা ও পুত্র সন্তানকে খাওয়ান। এরপর তিনি নিজেও বিষ খেয়ে নেন। পাড়া-প্রতিবেশী, আত্মীয়-স্বজনরা বিষয়টি বুঝতে পারার পর তাদের প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে চিকিৎসকরা দুই মেয়েকে মৃত বলে ঘোষণা করেনন। জানা গেছে, তার দুই মেয়ের নাম হাসি খাতুন(১৪) ও খুশি খাতুন(১০)।

অন্যদিকে, আশঙ্কাজনক অবস্থায় সেরিনা বিবি ও তার ছেলে ইরফান শেখকে চিকিৎসার জন্য বর্ধমান মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হয়েছে। এমন এক মর্মান্তিক ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে গোটা এলাকায়।

- Advertisement -

সম্পর্কিত খবর

- Advertisement -

ট্রেন্ডিং

close