শুক্রবার সকালে নিজের বাড়িতে কাজ করতে গিয়ে দেওয়ালে চাপা পড়ে প্রাণ হারালেন দুই যুবক। ঘটনাটি ঘটেছে বীরভূমের সিউড়ির এক নম্বর ব্লকের নগরী গ্রাম পঞ্চায়েতের আমগাছি গ্রামে। মৃত ওই দুই যুবকের নাম রাম হাঁসদা ও শিবশম্ভু মুর্মু। রাম হাঁসদার বয়স ৩০ ও শিবশম্ভু মুর্মুর বয়স ২৫। এই দুই যুবকের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে পরিবারে।
স্থানীয় সূত্রে খবর, শুক্রবার সকালে এক পরিবারের তিনজন মিলে নিজেদের বাড়িতেই কাজ করছিলেন। আচমকাই দেওয়াল ভেঙে গেলে চাপা পড়ে তিনজনেই। সঙ্গে সঙ্গে দুজনের জনের মৃত্যু ঘটে ও গুরুতর জখম অবস্থায় আহত হয় একজন। স্থানীয়দের সহযোগিতায় তাদের উদ্ধার করে সিউড়ি সদর হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। শুক্রবারই ময়না তদন্ত করা হয় মৃত ওই দুই যুবকদের।
ফোর্টিন টাইমলাইন, সিউড়ি, বীরভূম।