Buniadpur : বাস ও ভুটভুটির মুখোমুখি সংঘর্ষে মৃত্যু দুই যুবকের

আরও পড়ুন

বাস ছোট গাড়ি ও লোহার পাইপ বোঝাই ভুটভুটির মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হল দুই যুবকের। গুরুতর আহত হয়েছেন আরও তিনজন।
শনিবার রাতে ঘটনাটি ঘটেছে বংশীহারী পতরা বাসস্ট্যান্ড এলাকায় ৫১২ নম্বর জাতীয় সড়কে। গাজোল থেকে একটি ছোট গাড়ি গঙ্গারামপুরের দিকে যাচ্ছিল। পতরা বাসস্ট্যান্ড এলাকায় একটি গাড়িকে ওভারটেক করতে গিয়ে সামনের দিক থেকে আসা এক মালবোঝাই ভুটভুটিকে মুখোমুখি ধাক্কা মারে।

সূত্রের খবর, ভুটভুটিতে থাকা বাঁশ ও লোহার পাইপ ছোট গাড়ির সামনের অংশে ঢুকে যায়। ছোট গাড়ির চালক ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। কিন্তু সেই গাড়িতে থাকা এক যুবকের মৃত্যু হয়। মৃতদের নাম সরফরাজ আলী বয়স (২৩), প্রতাপ মাহাতো বয়স (২০)। বাড়ি গঙ্গারামপুর প্রাণসাগর কাশিম মোড় এলাকায়। অন্যদিকে, ভুটভুটিতে থাকা ছয়-সাতজনের মধ্যে একজনের মৃত্যু হয়। বাকিরা চিকিৎসাধীন। পুলিশ ঘটনাস্থল থেকে গাড়ি দুটোকে উদ্ধার করে ঘটনার তদন্ত শুরু করেছে।

ফোর্টিন টাইমলাইন, বুনিয়াদপুর।

- Advertisement -

সম্পর্কিত খবর

- Advertisement -

ট্রেন্ডিং

close