আরও কমল সোনার দাম, সস্তা হল রূপোও

আরও পড়ুন

বড়সড় উত্থানের পর ভারতে ফের দাম কমল সোনার। সোমবার ভারতে লাফিয়ে বেড়ে গিয়েছিল সোনা এবং রূপোর দাম। বিশেষজ্ঞরা জানিয়েছেন যে, চলতি সপ্তাহে আরও দাম কমতে পারে সোনার। মাল্টি কমোডিটি এক্সচেঞ্জে সকালে ২৪ ক্যারেট শুদ্ধতার সোনার দাম প্রায় ১৬ টাকা কমে গিয়ে প্রতি ১০ গ্রামে হয়েছে ৫৩,২৪৮ টাকা। উল্লেখ্য, একদিন আগেই অর্থাৎ গতকাল সোমবারই সোনার দাম বেড়ে গিয়েছিল প্রায় ৫০০ টাকা মতো। এদিকে সস্তা হয়েছে রূপোও। এক কিলোগ্রাম রূপোর দাম ০.৩৬ শতাংশ বা ২৫১ টাকা কমে প্রায় ৬৯,৭২৫ টাকায় গিয়ে ঠেকেছে। 

সোনার গয়না

উল্লেখ্য, গত একদিন আগেই রূপো ৭০ হাজার টাকার বেশি হয়ে গিয়েছিল। বলা যায়, বিশ্বের বাজারে সোনার দামের বিপুল পতন দেখা গিয়েছে এদিন। মাত্র এক দিন আগেই সোনার দাম প্রতি আউন্সে বেড়ে হয়ে গিয়েছিল ২০০০ ডলার। যা বিগত দু বছরের নিরিখে প্রায় সর্বোচ্চ দাম। সোনার বর্তমান দাম ০.১ শতাংশ কমে হয়ে গিয়েছে আউন্স প্রতি ১৯৭৬.৪৬ ডলার মতো এবং বিশ্বের বাজারে সোনার দাম ০.৩ শতাংশ কমে গিয়ে প্রতি আউন্সে ১৯৮১ ডলার হয়ে গিয়েছে। 

রূপোর গয়না

এদিকে, বিশ্বের বাজারে রূপোর দাম ০.৭২ শতাংশ কমে গিয়ে প্রতি আউন্সে ২৫.৯৬ ডলার হয়েছে। বলা যায়, সোমবার সোনা রূপোর যা দাম ছিল তার চেয়ে চলতি সপ্তাহের দ্বিতীয় কর্মদিবসেই বেশ খানিকটা দাম কমে গেল এই দুই ধাতুর। উল্লেখ্য, জিএসটি ছাড়া ২৪ ক্যারেট পাকা সোনা প্রতি ১০ গ্রামে হয়েছে ৫৩,৮৫০ টাকা, ২২ ক্যারেট সোনার গয়না প্রতি ১০ গ্রামে ৫১,১০০ টাকা হয়েছে। অন্যদিকে, ২২ ক্যারেট হলমার্ক সোনার গয়না প্রতি ১০ গ্রামে ৫১,৮৫০ টাকা হয়েছে এবং এক কিলোগ্রাম রূপোর বাট ৬৯,৫৫০ টাকা হয়েছে। 

- Advertisement -

সম্পর্কিত খবর

- Advertisement -

ট্রেন্ডিং

close