নয়া অর্থ বর্ষের শুরুতেই সঙ্কটে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (আর বি আই ) এর বৈঠকী সভা শেষ হয়েছে। আর বি আই-এর মানিটারি পলিসি কমিটির তরফে এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রথমত,বাড়ানো হচ্ছে না, রিভার্স রেপো ও রেপো রেট। তবে কিছু কাঁটছাট করা হচ্ছে জাতীয় গড় উৎপাদন (জিডিপি )-এর ক্ষেত্রে। অর্থাৎ জিডিপি-র হার ৭.৮% থেকে কমিয়ে ৭.২% করা হয়েছে। বাস্তবে রেপো রেট কি ? আসলে রেপো রেট হ’ল- আর বি আই নির্দিষ্ট সুদের হারে ব্যাঙ্কগুলিকে কিছু টাকা দেয় সেটাই হ’ল রেপো রেট , আর রিভার্স রেপো রেট হ’ল ব্যাঙ্কগুলি আর বি আই কে যে সুদ হারে টাকা দেয় সেটাই হ’ল রিভার্স রেপো রেট। প্রসঙ্গত,জিডিপি র বৃদ্ধি দেশের প্রথম এবং চতুর্থ কোয়াটার্সে বিশালভাবে ধাক্কা দেবে। শুধু তাই নয়, আগামী অর্থবর্ষে জিডিপি (গ্রস ডোমেষ্টিক প্রোডাকশন)ফের একবার কাঁটছাট করতে চলেছে আর বি আই। জিডিপি-র বৃদ্ধি অর্থগতভাবে রিজার্ভ ব্যাঙ্কের গভর্ণর শক্তিকান্ত দাসের হিসেব অনুযায়ী ৩ টি কোয়াটার্সে বিভক্ত করা হয়েছে। প্রথম কোয়াটার্সে ১৬.২ শতাংশ, দ্বিতীয় কোয়াটার্সে ৬.২ শতাংশ, এবং তৃতীয় কোয়াটার্সে ৪.১ শতাংশ। বার্ষিক হিসেবে তাহলে ৭.২ শতাংশতে এসে দাঁড়াবে। বিশেষজ্ঞদের মতে- জিডিপি-র উপর কোভিড এর প্রভাব না পড়লেও রাশিয়া, ইউক্রেন যুদ্ধের প্রভাব কিছুটা হলেও পড়তে পারে বলে জানা গেছে।
আর্থিক সংকট বৃদ্ধি রিজার্ভ ব্যাঙ্কে !
জিডিপি-র বৃদ্ধি অর্থগতভাবে রিজার্ভ ব্যাঙ্কে
- Advertisement -