দিন দিন জিনিস পত্রের দাম ক্রমশবৃদ্ধি পাচ্ছে বর্তমান অবস্থায় জ্বালানির দাম আকাশ ছোঁয়া এই পরিস্তিতিতে বৃহস্পতিবার নবান্নের এক বৈঠকে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী মূল্য বৃদ্ধির উপর লাগাম দেওয়ার আর্জি জানিয়েছেন কেন্দ্র সরকারের কাছে। একই সঙ্গে টোল ট্যাক্স মুকুব ও GST জন্য ৫ বছর মেয়াদ বৃদ্ধির দাবি জানান তিনি।
রাজ্যের প্রাপ্য টাকা কেন্দ্র দিচ্ছে না জন্য ক্ষোভ প্রকাশ করে মমতা ব্যানার্জী। ২০১৭ সালে GST চালু করার পরেও মোদী সরকার SGST ছাড়াও রাজ্য সরকার গুলিকে ক্ষতিপূরণ বাবদ টাকা দেবে বলেছিলো । এই বছর অর্থাৎ 2022 সালে এই ক্ষতিপূরণের সময় শেষ হতে চলেছে তাই কেন্দ্র সরকারের কাছে এর মেয়াদ বৃদ্ধির দাবি জানাই মমতা ব্যানার্জী।বর্তমান অবস্থায় জ্বালানির দাম উর্দ্ধতর এমন পরিস্তিতিতে এর প্রভাব পড়ছে মধ্যবিত্তদের হেঁশেলে।
তিনি বৈঠকে এও বলেন যে মোদী সরকার যে “সেসে” চাপাচ্ছে অর্থাৎ এর অর্থ হলো “কেন্দ্র সরকার সব টাকা নিয়ে নিচ্ছে তার বদলে কর নিক তাহলে রাজ্যগুলোও কিছু টাকা পাবে” অতঃপর তিনি এও বলেন যে ” সিবিআই ও ইডি কে রাজনৈতিক ভাবে উত্তক্ত না করে তাদের দিয়ে যেন কালোবাজারি বন্ধের অভিযান চালানো হয় ।” এভাবে চললে আজ শ্রীলংকা জ্বলছে আগামী দিনে জিনিসপত্রের মূল্য বৃদ্ধির উপর লাগাম দিতে না পারলে রাজ্য গুলো ঠিক মতো বেতন দিতে পারবে না। তাই রাজ্যের কথা মাথায় রেখে মমতা ব্যানার্জী এই মূল্য বৃদ্ধি হ্রাস ও টোল ট্যাক্স মুকুব করা এই বিষয়গুলির উপর গুরুত্ব দেওয়ার কথা আর্জি জানিয়েছেন কেন্দ্র সরকারের কাছে।