দেশের সবার জন্য সুখবর নিয়ে এলো গুগল। এখন থেকে বিদেশের টোল চার্জের বিস্তারিত জানান দেবে গুগল ম্যাপ। যোগ করা হলো তাতে ৫ টি নতুন ফিচারস। ভারত, আমেরিকা, ইন্দোনেশিয়ার টোল খরচ আগাম জানিয়ে দেবে গুগল ম্যাপ।এর ফলে সাধারণ মানুষ বুঝতে পারবে খরচের তারতম্যতা। খরচ জেনে গন্তব্যে যাওয়ার অনেকটা সহজ করে দিলো গুগল। এছাড়া গুগল ম্যাপ এর ফিচারস গুলোর মধ্যে একটি উল্লেখযোগ্য ফিচারস হলো যে আপনি যাত্রা শুরু করার আগেই জেনে নিতে পারবেন যে, গন্তব্যে পৌঁছতে স্থানীয় টোলিং অথরিটি আপনাকে টোল ট্যাক্সের জন্য কত টাকা চার্জ করতে পারে।গুগল 2000 টি টোল ট্যাক্সের খরচ আপনাকে আগাম জানিয়ে দেবে এছাড়া ভারত সহ মার্কিন যুক্ত রাষ্ট্র ,ইন্দোনেশিয়া,জাপানের জন্যও ফিচারস টি নিয়ে আসছে গুগল।
আই ও এস ব্যাবহারকারীদের জন্য :
আইওএস ব্যবহারকারীদের জন্যও নতুন আপডেট নিয়ে হাজির হয়েছে গুগল ম্যাপস। এই লেটেস্ট আপডেটে অ্যাপল ওয়াচ বা আইফোন ব্যবহার করলে গুগল ম্যাপস অপারেট করার কাজটি সহজ থেকে সহজতর হয়ে যাবে। এই নতুন আপডেটে থাকছে একটি পিন করা ট্রিপ উইজেট, অ্যাপল ওয়াচ থেকে ডিরেক্ট নেভিগেশন এবং সিরি ও শর্টকাটস অ্যাপে গুগল ম্যাপস ইন্টিগ্রেশন।
নতুন পিনড ট্রিপ উইজেটের মাধ্যমে ব্যবহারকারীরা সেই সব ট্রিপ অ্যাকসেস করতে পারবেন, যেগুলি তাঁদের আইওএস হোমস্ক্রিনের গো ট্যাবে আগে থেকেই পিনড করা ছিল। এর সাহায্যে সেই গন্তব্যে পৌঁছে যাওয়ার রাস্তা খুবই সহজ হতে চলেছে। সেই সঙ্গেই আবার অ্যাপল ওয়াচ ইউজাররা নিজেদের ঘড়ি থেকেই গুগল ম্যাপস ব্যবহার করে গন্তব্যে পৌঁছানোর সমস্ত ডিরেকশনস পেয়ে যাবেন। এছাড়াও আইওএস-এর জন্য গুগল ম্যাপসে সরাসরি ইন্টিগ্রেট করা হচ্ছে স্পটলাইট, সিরি এবং শর্টকাটস অ্যাপ।
এন্ড্রোয়েড ব্যাবহারকারীদের জন্য :
কোনও গন্তব্যে যাওয়ার আগে, নেভিগেশন স্টার্ট করারও আগে, টোল ট্যাক্সের জন্য আপনার আনুমানিক কত টাকা খরচ হতে পারে, তা নতুন ফিচারে জানাবে গুগল ম্যাপ।
আবার আগের মতোই আপনি চাইলে, এই নতুন ফিচারেও এমন একটা সেটিংস সেট করে রাখতে পারবেন, যাতে আপনাকে কোনও টোল রাস্তার অপশন দেখানো হবে না।
তার জন্য আপনাকে প্রথমেই যেতে হবে গুগল ম্যাপসের উপরের ডান দিকে এবং তিনটি ডটসে ট্যাপ করতে হবে। এবার আপনাকে দেখানো হবে বিভিন্ন রুট অপশনস। সেখানে গিয়ে আপনি সিলেক্ট করুন, ‘অ্যাভয়েড টোলস’ অপশনটি।
টোল পাস বা অন্যান্য পেমেন্ট পদ্ধতি ব্যবহারের সুবিধা কী কী হতে পারে, তা-ও ধর্তব্যের মধ্যে রাখবে গুগল ম্যাপস। শুধু তাই নয়। এতসব কিছু সম্পর্কে আপনাকে গাইড করার পাশাপাশি নতুন ফিচারে গুগল এ-ও জানাবে যে, সপ্তাহের যে দিনে যাত্রা করছেন, যে সময়ে আপনি সেই টোল রাস্তা ক্রস করবেন, সেই দিন ও সেই সময়ে টোলের জন্য কত খরচ হতে পারে।
টোল রাস্তা ব্যতিরেকে যখন একটা টোল-ফ্রি রুটের সন্ধান গুগল আপনাকে দেখাবে, তখন সেই রাস্তাটিকে একটি বিকল্প হিসেবেই আপনার সামনে হাজির করা হবে।