টোটো চালিয়ে জীবিকা নির্বাহ করতে চান নাজির আলম । সেই লক্ষ্যেই ইসলামপুর তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি জাকির হুসেনের দ্বারস্থ হলেন নাজির। তার কাছ থেকে একটি টোটো আবদার করে টোটো দানের সম্মতি আদায় করে নিয়েছেন। ঘটনাটি ঘটেছে ইসলামপুর মহকুমার চোপড়ার গোয়াবাড়ির ধর্মগাছি এলাকায়।
প্রসঙ্গত, নাজির কিন্তু ইসলামপুর ব্লক সভাপতির কাছে কোনও হাতে নগদ অর্থ চাননি তিনি কায়িক শ্রম দিয়েই জীবিকা নির্বাহের ইচ্ছে প্রকাশ করেছেন মাত্র। এমন আর্জি শুনে হতচকিত জাকির হুসেন। ব্লক সভাপতি হুসেন সাহেব নাজিরের কাছে জানতে চান -সে টোটো চালাতে জানে কিনা। কাল বিলম্ব না করে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি টোটো নিয়ে তা চালিয়ে দেখিয়ে দেন নাজির, তাতেই হৃদয় দুলে যায় ব্লক সভাপতির। এরপরই জাকির তাকে অভয় দিয়ে বলেন, তিনি আগামী কাল ৫ ফেব্রুয়ারি একটি ঝা চকচকে টোটো তার হাতে তুলে দেবেন। এমন মন্তব্য শুনে যেন হাতে চাপ পেয়েছেন নাজির। তিনি হুসেন সাহেবকে ইতিমধেই আল্লার দূত বলে বিড় বিড় করে বলতে শুরু করেছেন।
এমনভাবে দলীয় নেতারা যদি গরিব মানুষের পশে যদি দাঁড়াতে পারেন, তা হবে সমাজের উত্তরণের পক্ষে অত্যন্ত আদর্শ।
উত্তর দিনাজপুরের চোপড়ার গোয়াবাড়ি থেকে উত্তম পালের রিপোর্ট, টাইমস ফোর্টিন বাংলা।