Dinhata : জমি বিবাদের জেরে গুলিবিদ্ধ হয়ে নিহত ১

আরও পড়ুন

দুই পরিবারের মধ্যে চলছিল জমি নিয়ে বিবাদ। গোলযোগ চরম পর্যায়ে পৌঁছনোর ফলে গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হল এক ব্যক্তির। ঘটনাটি ঘটেছে সাহেবগঞ্জ থানার নাজিরহাট ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের পূর্ব শিকারপুর গ্রামে। সম্পূর্ণ ঘটনার তদন্তে নেমেছে সাহেবগঞ্জ থানার পুলিশ। ঘটনার পর থেকেই পলাতক অভিযুক্ত। এমন ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে পরিবার সহ-এলাকাটিতে।

সূত্রের খবর, দীর্ঘদিন ধরে চলছিল দুই পরিবারের মধ্যে ১০ কাঠা জমি নিয়ে বিবাদ। বচসা চরম আকার ধারণ করলে গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয় মোমিনুল সরকার নাম এক ব্যক্তির। ঘটনার খবর পেয়ে সাহেবগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়। মোমিনুলকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় স্থানীয় হাসপাতালে। সেখানে থাকা কর্তব্যরত চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন। এরপরই তার মৃতদেহটি দিনহাটা মহকুমা হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। অন্যদিকে ঘটনার পর থেকে এলাকা ছেড়ে চম্পট দিয়েছে অভিযুক্ত বাপ্পা হোসেন। অভিযুক্তের খোঁজ চালাচ্ছে সাহেবগঞ্জ থানার পুলিশ।

ফোর্টিন টাইমলাইন, দিনহাটা, কোচবিহার।

- Advertisement -

সম্পর্কিত খবর

- Advertisement -

ট্রেন্ডিং

close