Cooch Behar : বিজেপি বিধায়কের গাড়িতে হামলার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে

আরও পড়ুন

শুক্রবার বিজেপি বিধায়কের গাড়িতে হামলা চালানোর অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে কোচবিহারের ১ নম্বর ব্লকের চান্দামারি এলাকায়। এমন ঘটনায় উত্তেজনার সৃষ্টি হয়ে যায় এলাকাজুড়ে।

সূত্রের খবর, কোচবিহার দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিজেপি বিধায়ক নিখিলরঞ্জন এদিন একটি কার্যালয়ের উদ্বোধনে যাচ্ছিলেন। তার দাবি, উদ্বোধনে যাওয়ার সময় পুলিশের উপস্থিতিতেই তৃণমূলের শতাধিক কর্মী লাঠিসোটা নিয়ে তার গাড়ির ওপর হামলা চালায়। যদিও তারপরও তিনি দলের কার্যালয়ের উদ্বোধন করে কর্মীদের সঙ্গে সেখানে আলোচনা করেছেন বলে নিখিলবাবু জানান। তিনি বলেন, “বিধায়ক হওয়ার পর এলাকায় কোনও কাজ করেননি তিনি। আজ এলাকায় গেলে সাধারণ মানুষ তাঁর উপর ক্ষোভ উগড়ে দিয়েছেন। এর সঙ্গে তৃণমূলের কোনও সম্পর্ক নেই।”
বিধায়কের অভিযোগকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন তৃণমূলের রাজ্য মুখপাত্র পার্থপ্রতিম রায়। তবে কে বা কারা কি উদ্দেশে এমন ঘটনাটি ঘটিয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে।

ফোর্টিন টাইমলাইন, কোচবিহার।

- Advertisement -

সম্পর্কিত খবর

- Advertisement -

ট্রেন্ডিং

close