ভোটের দিন গুলিবিদ্ধ হয়ে নিহত হলেন এক বিজেপি কর্মী। এই ঘটনায় আহত হয়েছেন আরও এক বিজেপি কর্মী। তিনি বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এমন চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে কোচবিহারের দিনহাটায়।
সূত্রের খবর, নিহতের নাম চিরঞ্জিত কার্জি এবং আহতের নাম রাধিকা বর্মন। অভিযোগ, শনিবার ভোটারদের আসতে বাধা দিচ্ছিলেন তৃণমূল প্রার্থীরা। এরই প্রতিবাদ করেন বিজেপি-র কর্মীরা। সেই সময় বিজেপি কর্মীদের লক্ষ্য করে গুলি চালানো হয় বলে অভিযোগ। এই ঘটনায় গুলিবিদ্ধ হন দুই বিজেপি কর্মী। জখম দু’জনকে উদ্ধার করে দিনহাটা মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে তাদের কোচবিহার এমজেএন মেডিকেল কলেজ ও হাসপাতালে রেফার করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় চিরঞ্জিত কার্জির।
বিজেপি-র অভিযোগ, নাজিরহাট, ভাগ্নি পার্ট ১ নম্বর-সহ বিভিন্ন এলাকায় তাদের কর্মীরা গুলিবিদ্ধ হচ্ছেন। এদিন ভাগ্নি পার্ট ১-এর দু’জন বিজেপি কর্মী গুলিবিদ্ধ হন। যদিও তৃণমূলের তরফে সমস্ত অভিযোগ অস্বীকার করা হয়েছে।
ফোর্টিন টাইমলাইন, দিনহাটা, কোচবিহার।