Dinhata : অজ্ঞাত পরিচয় ব্যক্তির ক্ষতবিক্ষত দেহ উদ্ধার জলাশয় থেকে

আরও পড়ুন

জলাশয় থেকে এক অজ্ঞাত পরিচয় ব্যক্তির ক্ষতবিক্ষত দেহ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়াল।
ঘটনাটি ঘটেছে কোচবিহারের জেলার দিনহাটা থানার বড়শৌলমারি দিনহাটা থানায়। পুলিশ ঘটনা স্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে এমজেএন মেডিকেল কলেজ ও হাসপাতালে মর্গে পাঠান,ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

সূত্রের খবর, মঙ্গলবার সকালে দিনহাটা বড়শৌলমারি গ্রামের একটি জলাশয়ের পাশদিয়ে যাবার সময় আচমকাই মৃতদেহটি ভাসতে দেখেন একজন ব্যাক্তি। বিষয়টি জানা জানি হতেই স্থানীয় মানুষ সেখানে ভিড় জমান। স্থানীয় মানুষ পুলিশ কে খবর দেয় দিনহাটা থানায়। থানার আইসি সুরোজ থাপার নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী পৌঁছায় ঘটনাস্থলে। পুলিশ মৃতের পরিচয় জানার চেষ্টা করে ব্যার্থ হয়। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কোচবিহার-এর এমজেএন মেডিকেল কলেজ ও হাসপাতাল মর্গে পাঠিয়েছে। খুন নাকি আত্মহত্যা তা জানতে পুলিশি তদন্ত শুরু হয়েছে।

ফোর্টিন টাইমলাইন, কোচবিহার।

- Advertisement -

সম্পর্কিত খবর

- Advertisement -

ট্রেন্ডিং

close