Cooch Behar : রাজবাড়ি স্টেডিয়ামে সুইমিংপুলের উদ্বোধন

আরও পড়ুন

সোমবার কোচবিহারের রাজবাড়ি স্টেডিয়াম প্রাঙ্গনে উদ্বোধন করা হল সুইমিংপুলের। প্রায় ৭কোটি টাকা ব্যয়ে সুইমিং পুলটি তৈরি করা হয়েছে। এদিন রাজবাড়ি স্টেডিয়াম প্রাঙ্গনে নবনির্মিত সুইমিং পুলটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়। উত্তরবঙ্গ উন্নয়ন দফতরের পক্ষ থেকে সুইমিং পুলের দায়িত্বভার কোচবিহার জেলা প্রশাসনের হাতে দেওয়া হয়েছে। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কোচবিহারের জেলাশাসক পবন কাদিয়ান, উত্তরবঙ্গ উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ, কোচবিহার জেলা পুলিশ সুপার সুমিত কুমার-সহ অন্যান্যরা।

সূত্রের খবর, সকাল ৬টা থেকে রাত ৮টা ৪০মিনিট পর্যন্ত সুইমিং পুলটি খোলা থাকবে। সব বয়সের মানুষেরা এই সুইমিংপুলে যেতে পারবেন। তবে মহিলাদের জন্য কিছু সময় নির্ধারন করা হয়েছে। এদিন কোচবিহার রাজবাড়ি স্টেডিয়াম প্রাঙ্গনে সুইমিং পুলটি চালু হওয়ায় খুশি কোচবিহারবাসী।

ফোর্টিন টাইমলাইন, কোচবিহার।

- Advertisement -

সম্পর্কিত খবর

- Advertisement -

ট্রেন্ডিং

close