কে এল ও সন্দেভাজন গ্রেফতার হওয়া যুবক ধন কুমার বর্মন সমাজের মূল স্রোতে ফিরে আসুক বলে চাইছেন পরিবার ও স্থানীয় বাসিন্দারা। এদিকে গতকালই প্রকাশ বর্মন নামে এক যুবক নিজেকে কে এল ও হিসেবে পরিচিতি দিয়ে আলাদা রাজ্যের দাবিতে হুমকির ভিডিও প্রকাশ করেছে। যে ভিডিও ভাইরাল হতে দেখা গিয়েছে। এই ভিডিও বার্তা নিয়ে শোরগোল পড়ে গিয়েছে কোচবিহার পুলিশ প্রশাসনিক মহলে। যদিও এই ভিডিও বার্তার সত্যতা যাচাই করেনি, “টাইমস ফর্টিন বাংলা”।
শিলিগুড়ির থেকে এসটিএফ কেএলও সন্দেহভাজন হিসেবে এক যুবককে গ্রেফতার করে । ওই যুবকের নাম ধন কুমার বর্মন ওরফে স্বপন বলে জানা গেছে। তার বাড়ি কোচবিহার জেলার তুফানগঞ্জ বক্সিরহাট থানার অন্তর্গত বাসরাজা চৌপতি এলাকায় । সূত্র মারফত আরও জানা গিয়েছে, ওই যুবক কে এল ও সংগঠনের সঙ্গে যোগাযোগ ছিল। এমনকি সে সেখানে প্রশিক্ষণও নিয়েছে। তবে গতকাল তাকে গ্রেফতার করে এস টি এফ টিম । তবে এই খবর জানাজানি হতেই পরিবারের লোকজন ও ওই যুবকের এলাকার মানুষ হতবাক হয়ে পড়েছেন। তাদের মতে, ওই যুবক খুবই ভালো ছিল। কিভাবে সে এই ধরনের সংগঠনের সঙ্গে যুক্ত হয়ে পরল তাতে তারা অবাক। তাই তারা চান ওই যুবক যাতে মূল স্রোতে ফিরে আসুক।
তার বাবা সুকুমার বর্মন বলেন, ছেলে গত দুমাস ধরে নিখোঁজ ছিল। আত্মীয়-স্বজনের বাড়িতে খোঁজ করে ছিলাম । তবে ছেলে যে এভাবে এই ধরনের সংগঠনের খপ্পরে পড়ে গিয়েছে সেটা জানা ছিলনা। তবে মূল স্রোতে ফিরে আসুক প্রশাসনের মাধ্যমে সেটাই চাই । সূত্রের খবর, ধৃত ওই যুবককে গোপন সূত্রের ভিত্তিতে এসটিএফ টিম ইন্দনের পাল সীমান্ত এলাকা থেকে গ্রেফতার করেছে । ইতিমধ্যে গতকালই অনধিক একটি নতুন করে ভিডিও বার্তায় কে এল ও জঙ্গী সংগঠনের পক্ষ থেকে এক যুবক হাতে অস্ত্র নিয়ে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে । সব মিলিয়ে বর্তমানে নতুন করে এই ধরনের সংগঠনগুলির বিভিন্ন বিষয়ে সামনে আশায় বিভিন্ন প্রশ্ন উঠতে শুরু করেছে ।
Fourteen Time Line, Cooch Behar