Cooch Behar : ঝড়ের তান্ডবে ক্ষতিগ্রস্থ তুফানগঞ্জের একাধিক গ্রাম

আরও পড়ুন

শনিবার রাতের বৃষ্টির সঙ্গে আচমকা কয়েক মিনিটের ঝড়ে লন্ড-ভন্ড হয়ে যায় একাধিক বাড়ি। সঙ্গে বড় বড় গাছ উপড়ে ভেঙ্গে পড়েছে ঘর, বাড়ি, উড়েছে ঘরের ছাউনিও। ঝড়ের দাপটে বিদ্যুতের খুঁটি উপরে বিদ্যুৎহীন হয়ে রয়েছে গোটা গ্রাম। ঘটনাটি ঘটেছে তুফানগঞ্জ ২ নং ব্লকের রামপুর ২ নং গ্রাম পঞ্চায়েতের জালধোঁয়া, বিশ্বাসপাড়া এলাকায়।

সূত্রের খবর, অধিকাংশ বাড়িতেই সকাল থেকে উনুন জ্বলেনি। গতকাল ঝড়ের দাপটে বাড়ি-ঘর ভেঙে যাওয়ার দরুন প্রশাসনের কাছে তারা সাহায্যের আবেদন করেছে। ঝড়ের তাণ্ডবে পুরোপুরি ক্ষতিগ্রস্ত প্রায় ১০ টি বাড়ি। এছাড়াও প্রায় ৩০ টির উপরে বাড়িও ক্ষতিগ্রস্থ হয়েছে। ঝড়ের দাপটে ক্ষতি হয়েছে অনেক ফসলও যেমন ভুট্টা,পাট ইত্যাদি।

ঝড়ের সময় কেউ খাটের নিচে ঢুকে প্রাণে বাঁচেন ,কেউবা দৌড়ে পালিয়ে প্রাণে বাঁচার চেষ্টা করেন। ঝড়ের দাপটে খুঁটি উপড়ে বিদ্যুৎহীন হয়ে রয়েছে গোটা এলাকা। ফলে, গ্রামের প্রায় সকলেই সমস্যায় পড়েছেন। কুঞ্জমতি বর্মন, দুর্গত স্থানীয় বাসিন্দা বলেন,

খবর পেয়ে ঘটনা স্থল পরিদর্শন করেন ব্লক প্রশাসন আধিকারিকরা। ঝড়ের ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানোর পাশাপাশি ঝড়ের দাপটে ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরি করে তা উর্দ্ধতন কর্তৃপক্ষকে পাঠানো হবে বলে জানা গিয়েছে। জানা গেছে, ঝড়ে প্রায় ৩০ লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে অনুমান গ্রামবাসীদের।

Fourteen Time Line, Cooch Behar

- Advertisement -

সম্পর্কিত খবর

- Advertisement -

ট্রেন্ডিং

close