Cooch Behar : ছ’বার ব্যর্থ, বহু অধ্যাবসার পরে সপ্তমবারে সাফল্য ডব্লিউবিসিএস-এ

আরও পড়ুন

চেষ্টা, মনোবল ও নিজের অধ্যাবসায় WBCS (ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস)-এ সাফল্য অর্জন করল দিনহাটার এক সাধারণ যুবক। শিক্ষাগত যোগ্যতাই যে সাফল্যের একমাত্র চাবিকাঠি নয় তা প্রমাণ করে দিল বছর পঁয়ত্রিশের মৃণালকান্তি রায়। তার এমন সাফল্যে উচ্ছ্বসিত তার পরিবার, আত্মীয়-সহ গ্রামবাসী।

সূত্রের খবর, ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী দিনহাটা ১ নম্বর ব্লকের গোসানিমারি ভিতরকামতা গ্রামের বাসিন্দা মৃণালকান্তি রায়। ছোট থাকতেই তিনি তার বাবাকে হারান। তার মা অপর্ণা রায় পেশায় দিনহাটা মহকুমা হাসপাতালে একজন ডি-গ্রুপের কর্মী। মৃণালের দুই ভাই-বোনও রয়েছে। ইচ্ছে থাকলেও বি.এ পাশের পর আর সেইভাবে কোনও লাইনে লেখাপড়া করার সুযোগ হয়নি মৃণালের। কিন্তু তার মনোবল তাকে কোনোভাবেই হারতে দেয়নি। জীবনে কিছু একটা করার স্বপ্ন ছিল তার। সেই হিসেবেই লক্ষ্য স্থির করেন ডব্লিউবিসিএসকে।

মৃণাল বিএ পাশ করেন ২০১০ সালে। প্রথম বার ডব্লিউবিসিএস পরীক্ষায় তিনি বসেন ২০১৪ সালে। একটানা ছ’বার ডব্লিউবিসিএস পরীক্ষায় বসে ব্যর্থ হয়েও হাল ছাড়েননি তিনি। কঠোর অধ্যাবসা দিয়ে সপ্তম বারে রাজ্যের সেরা পরীক্ষায় তিনি এ-গ্রেড এমপ্লয়মেন্ট অফিসার হিসেবে সফল হন।

উল্লেখ্য, বিগত দিনে দিনহাটার সীমান্ত এলাকায় এই পরীক্ষায় এধরনের প্রথম শ্রেণির সাফল্য নেই বললেই চলে। গ্রামের ছেলের এমন নজিরবিহীন সাফল্যে খুশির হাওয়া বইছে তার পরিবার-সহ গোটা দিনহাটাবাসীর। এখন শুধু চাকরিতে নিয়োগের অপেক্ষায় রয়েছেন তিনি।

ফোর্টিন টাইমলাইন, দিনহাটা, কোচবিহার।

- Advertisement -

সম্পর্কিত খবর

- Advertisement -

ট্রেন্ডিং

close