Cooch Behar : ভোটের প্রচারে এসে ক্যারম খেলায় মত্ত মন্ত্রী

আরও পড়ুন

শনিবার সকালে ত্রিস্তর পঞ্চায়েত ভোটের প্রচারে এসে ক্যারম খেলায় মেতে উঠলেন রাজ্যের বিদ্যুৎমন্ত্রী অরূপ বিশ্বাস। এদিন কোচবিহারের দিনহাটার ২ নম্বর ব্লকের বামনহাট ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের পাওয়ার হাউস মোড় এলাকায় ভোটের প্রচারে আসেন তিনি। জনসংযোগ ও স্থানীয় প্রার্থীদের সমর্থনে এদিন কর্মীসভা সেরেছেন মন্ত্রী অরূপ বিশ্বাস। ওই এলাকায় কিছু যুবকদের ক্যারম খেলতে দেখে তিনিও খোশ মেজাজে ক্যারম খেলায় যোগ দিয়ে বসেন।

উল্লেখ্য, রাজ্যজুড়ে ইতিমধ্যেই বেজে উঠেছে পঞ্চায়েত ভোটের দামামা। মনোনয়নপর্ব শেষ হতে না হতেই জোরকদমে শুরু হয়েছে নেতা-নেত্রীদের প্রচারাভিযান। দলীয় প্রার্থীদের নির্বাচনী প্রচারে মমতা বন্দ্যোপাধ্যায়ের দূত হয়ে কোচবিহারের দিনহাটা বিধানসভায় এসেছেন রাজ্যের বিদ্যুৎমন্ত্রী অরূপ বিশ্বাস। বৃহস্পতি ও শুক্রবার দিনভর সংশ্লিষ্ট বিধানসভার ভেটাগুড়ি, নাজিরহাট, সাহেবগঞ্জ-সহ বিভিন্ন এলাকায় নির্বাচনী প্রচার, কর্মীসভা ও জনসংযোগ সেরেছেন তিনি। এরপর এদিন সকালে বামনহাট ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন এলাকার জনসংযোগ ও দুটি কর্মীসভায় যোগ দিতে উপস্থিত ছিলেন তিনি। সেই সময়ই এলাকার যুবকদের দেখে ক্যারমবোর্ডে যোগ দিয়েছেন মন্ত্রী। পরে খেলা সেরে এলাকায় দুটি কর্মীসভা করেছেন তিনি। এরপর বুড়িরহাট এলাকাতেও দুটি কর্মীসভা ও জনসংযোগ কর্মসূচি রয়েছে তার। তবে বিষয়টি নিয়ে এলাকার যুব সমাজে নতুন করে উন্মাদনা শুরু হয়েছে।

ফোর্টিন টাইমলাইন, দিনহাটা, কোচবিহার।

- Advertisement -

সম্পর্কিত খবর

- Advertisement -

ট্রেন্ডিং

close