নাবালিকাকে ধর্ষণের (Minor rape) অভিযোগ উঠল প্রতিবেশী এক প্রৌঢ়ের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে কোচবিহারের হলদিবাড়ীতে। এমন ঘটনার খবর পেয়ে হলদিবাড়ি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্তকে গ্রেফতার করে।
সূত্রের খবর, বছর নয়ের ওই নাবালিকা বাড়িতে এক থাকায় তার সুযোগ নেয় অভিযুক্ত প্রতিবেশী প্রৌঢ়। ওই নাবালিকার বাড়িতে ঢুকে তাকে রান্না ঘরে নিয়ে গিয়ে ধর্ষণ করে সে। খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছে ওই নাবালিকাকে উদ্ধার করে হলদিবাড়ি গ্রামীণ হাসপাতালে নিয়ে যায়। পুলিশ আসার খবর পেতেই ঘটনাস্থল থেকে পালিয়ে যায় ওই প্রৌঢ়। এরপর গোটা গ্রামে পুলিশ তল্লাশি চালিয়ে পাশের গ্রাম থেকে তাকে গ্রেফতার করে। তবে নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগ স্বীকার করতে নারাজ ওই প্রৌঢ়।
ফোর্টিন টাইমলাইন, হলদিবাড়ী, কোচবিহার।