Cooch Behar : মুদি দোকানদারকে গুলি করার ঘটনায় চাঞ্চল্য, আতঙ্কে ব্যবসায়ীরা

আরও পড়ুন

এক মুদি দোকানদারকে গুলি করার ঘটনায় চাঞ্চল্য ছড়ালো। গতকাল রাত আনুমানিক ১১টা নাগাদ শীতলকুচি থানার অন্তর্গত গোসাইহাট বাজারে মুদি দোকানদার প্রণয় দেবনাথ তার দোকান বন্ধ করে বার হবেন সেই সময়ে মোটর বাইকে চেপে দু’জন দুষ্কৃতী তার দোকানে আসে। তার কাছ থেকে টাকা দাবি করে। টাকা দিতে অস্বীকার করলেই দুষ্কৃতীরা বন্দুক বার করে তাকে গুলি মেরে পালিয়ে যায়। দোকানদারের হাতে গুলি লাগে। গুলির আওয়াজ শুনে এলাকার মানুষ ছুটে আসেন।

আহত দোকানদারকে প্রথমে শীতলকুচি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যায়। সেখান থেকে তাকে কোচবিহার মহারাজা জিতেন্দ্র নারায়ণ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে আসা হয়। বর্তমানে তিনি সেখানে ভর্তি রয়েছেন । খবর পেয়ে ছুটে আসে শীতলকুচি থানার পুলিশ। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ । তবে এইভাবে বাজারের মধ্যে দুষ্কৃতীরা বন্দুক হাতে এসে দোকানদারের কাছ থেকে টাকা ছিনতাইয়ের ঘটনায় স্থানীয় ব্যবসায়ীদের মধ্যে আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে। তারা নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে অভিযোগ করেন। পুলিশ প্রশাসনের কাছে তাদের নিরাপত্তার ব্যবস্থার দাবি তুলেছেন স্থানীয় ব্যবসায়ীরা।

Fourteen Time Line, Cooch Behar

- Advertisement -

সম্পর্কিত খবর

- Advertisement -

ট্রেন্ডিং

close