Cooch Behar: দাদার হাঁসুয়ার কোপে ভাই খুন, উত্তর খুঁজছে পুলিশ

আরও পড়ুন

দাদার হাতে ভাই খুন! এই খুনের ঘটনা নিয়ে চাঞ্চল্য ছড়াল কোচবিহার পুন্ডিবাড়ি থানা বড়রাংরস গ্ৰাম পঞ্চায়েতের হাতিধুরা এলাকায়। রবিবার গভীর রাতে পবনেশ্বর অধিকারী (৪০) মদ্যপ্য অবস্থায় বাড়িতে এসে তার স্ত্রী ও সন্তানদের সঙ্গে ঝামেলা বাধান।

এমতাবস্থায়, পবনেশ্বর অধিকারীর দাদা দীননাথ অধিকারী (৫০) তাদের মধ্যে চলা বচসা থামাতে এলে দু’জনের মধ্যে সংঘর্ষের ফলে শুরু হয় হাতাহাতি। দাদা এবং ভাইয়ের মধ্যে বচসা চলাকালীন রাগের মাথায় হাঁসুয়া দিয়ে ভাইকে তিনি কোপাতে থাকেন বলে অভিযোগ। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। রাতেই ঘটনাস্থলে এসে পুন্ডিবাড়ি থানার পুলিশ দেহ উদ্ধার করে নিয়ে যায়। সঙ্গে অভিযুক্ত দাদাকে গ্রেফতার করেছে পুলিশ। মৃতের মা জানিয়েছেন, তার বড় ছেলের হাতেই হাঁসুয়া ছিল।

সোমবার সকালে, মৃতদেহ ময়নাতদন্তের জন্য কোচবিহার মেডিকাল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়। সকালে ঘটনাস্থল পরিদর্শন করেন অতিরিক্ত পুলিশ সুপার কুমার সানি রাজ সহ পুন্ডিবাড়ি থানার ওসি নকুল রায়। কেন দাদা তার ভাইকে খুন করলেন? কিসের কারণেই বা এই খুন? ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

- Advertisement -

সম্পর্কিত খবর

- Advertisement -

ট্রেন্ডিং

close