Daksin Dinajpur : গঙ্গারামপুরেও কল্যাণী সলভেক্স প্রাইভেট লিমিটেডে অভিযান আয়কর দফতরের

আরও পড়ুন

রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যানীর দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুর থানার নাড়ই এলাকায় অবস্থিত কল্যাণী সলভেক্স প্রাইভেট লিমিটেড অফিসেও আইটি আধিকারিকরা অভিযান চালান। বুধবার সকালের দিকে কেন্দ্রীয় বাহিনী সহ আয়কর দফতরের একটি টিম ভেতরে ঢোকে। ও কিছুক্ষনের মধ্যেই প্রচুর ফাইলপত্র সহ তাঁরা ফিরে যায়। কিছু পরে আবার তারা তিনটি গাড়িতে করে অফিসে ফিরে আসে। এখনও তল্লাশি জারি রয়েছে। প্রায় ১০ -১৫ জন ভেতরে ঢুকেছেন বলেই সূত্রের খবর। প্রসঙ্গত, দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর থানার নাড়ইয়ে রয়েছে রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণীর রাইস ওয়েল মিল রয়েছে। নাম কল্যাণী সলভেক্স। ২০০৫ সালে এই মিল তৈরি করা হয়েছে বলে খবর৷ এখানে মূলত চাল থেকে তেল তৈরি করা হয়। পাশাপাশি অন্যান্য সামগ্রীও তৈরি করা হয়৷

দক্ষিণ দিনাজপুর বালুরঘাট থেকে বাপ্পা হালদারের রিপোর্ট টাইমস ফোর্টিন বাংলা ।

- Advertisement -

সম্পর্কিত খবর

- Advertisement -

ট্রেন্ডিং

close