সোমবার ১লা মে আন্তর্জাতিক শ্রমিক দিবস বা মে দিবস। এদিন বামফ্রন্ট সহ বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে দিনটিকে সমমর্যাদায় উদযাপন করা হয়।
প্রসঙ্গত সোমবার সকালে বালুরঘাট শহরের নারায়ণপুর এলাকায় শ্রমিক ভবনে দিনটি যথাযথ মর্যাদায় পালন করে সিআইটিইউ। এর পাশাপাশি বামফ্রন্টের বিভিন্ন শ্রমিক সংগঠনের পক্ষ থেকে বালুরঘাটে একটি মিছিলের আয়োজন করা হয়। যা বালুরঘাট হাইস্কুল মাঠ থেকে শুরু হয়ে গোটো শহর পরিক্রমা করে। এদিন মিছিলের নেতৃত্বে ছিলেন বামনেত্রী সুচেতা বিশ্বাস, অমিত সরকার, পরিমল সরকার সহ অন্যান্য নেতৃত্বরা।
অন্যদিকে এদিন বালুরঘাট বাস স্ট্যান্ড চত্বরে তৃণমূলের শ্রমিক সংগঠন আইএনটিটিইউসির পক্ষ থেকেও দিনটি যথাযথ মর্যাদায় পালন করা হয়। বালুরঘাট বাস স্ট্যান্ড চত্বরে প্রথমে দলীয় পতাকা উত্তোলন করা হয়। পরে শহরে মিছিল করা হয়। দলীয় পতাকা উত্তোলন করেন আইএনটিটিইউসির জেলা সভাপতি নামিজুর রহমান। এছাড়া উপস্থিত ছিলেন জেলা তৃণমূলের সহ-সভাপতি সুভাষ চাকি, মহিলা তৃণমূলের জেলা সভানেত্রী স্নেহলতা হেমব্রম, বালুঘাট পুরসভার চেয়ারম্যান অশোক কুমার মিত্র সহ অন্যান্যরা। তৃণমূলের মিছিলও গোটা বালুরঘাট শহর পরিক্রমা করে। পাশাপাশি আজকের দিনের তাৎপর্য দলীয় কর্মী সমর্থকদের সামনে তুলে ধরেন জেলা নেতৃত্বরা। শুধুমাত্র বালুরঘাট নয় দক্ষিণ দিনাজপুর জেলা জুড়ে দিনটি সমমর্যাদায় পালন করা হচ্ছে।
দক্ষিণ দিনাজপুর বালুরঘাট থেকে বাপ্পা হালদারের রিপোর্ট টাইমস ফোর্টিন বাংলা।