নতুন সংসদ ভবন উদ্বোধনে দেশের রাষ্ট্রপতি তথা আদিবাসী মুখ দ্রৌপদী মুর্মুকে আমন্ত্রণ জানানো হয়নি। এর প্রতিবাদে সরব হয়েছে কংগ্রেস সহ ২০ টি রাজনৈতিক দল। তারা আজকের উদ্বোধন অনুষ্ঠান শুরুর আগেই বয়কট করেছেন। কেন্দ্রের বিজেপি সরকারের তরফে প্রাক্তন বা বর্তমান কোনও রাষ্ট্রপতিকেই আমন্ত্রণ জানানো হয়নি। এমনটাই অভিযোগ কংগ্রেসের। এদিকে রাষ্ট্রপতিকে আমন্ত্রণ না জানানোর প্রতিবাদে বালুরঘাটে মুখে কালো কাপড় বেঁধে প্রতিবাদ ধিক্কার মিছিল করল দক্ষিণ দিনাজপুর জেলা কংগ্রেস।
এদিন মূলত আদিবাসী সম্প্রদায়ের মানুষেরা প্রতিবাদ ধিক্কার মিছিলে অংশগ্রহণ করেন। এদিন দুপুরের প্রতিবাদ ধিক্কার মিছিলটি জেলা কার্যালয় থেকে বের করা হয় ৷ এরপর তা গোটা শহর পরিক্রমা করে। এদিনের প্রতিবাদ মিছিলের নেতৃত্ব দেন প্রদেশ কংগ্রেসের অন্যতম সদস্য গোপাল দেব -সহ অন্যান্য নেতৃত্ব। এদিনের মিছিলে আদিবাসী সম্প্রদায়ের মহিলা ও পুরুষেরাও উপস্থিত ছিলেন।
দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট থেকে বাপ্পা হালদারের রিপোর্ট, টাইমস ফোর্টিন বাংলা।