Dalkhola : অস্বাভাবিক মৃত্যু এক মাধ্যমিক পরীক্ষার্থীর

আরও পড়ুন

এক মাধ্যমিক পরীক্ষার্থীর মৃত্যু ঘটল অস্বাভাবিক ভাবে। ঘটনাটি ঘটেছে ডালখোলা থানার সূর্যাপুর এলাকায়। মৃত পড়ুয়ার কাকা জানান, তার দাদা নিতাইচন্দ্র সরকার পেশায় নির্মাণকর্মী। কর্মসূত্রে মুম্বইয়ে থাকেন। বাড়িতে দুই ছেলে ও তিন মেয়ে নিয়ে তাঁর বৌদি নির্মালা সরকার থাকতেন। বড় ছেলে সূর্যাপুর হাইস্কুলে পড়ে। এবছর তার মাধ্যমিক পরীক্ষায় বসার কথা ছিল।

সূত্রের খবর, সোমবার সকালে বৌদি ঘর পরিষ্কার করার জন্য ছেলেকে ডাকাডাকি করেন। অনেক ডাকাডাকির পরও কোনও সাড়া না পেয়ে দরজা ভেঙে ঘরে ঢুকে ঝুলন্ত অবস্থায় তার ভাইপোকে উদ্ধার করা হয়। খবর পেয়ে ডালখোলা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে প্রথমে ডালখোলা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে এবং পরে রায়গঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠায়। কী কারণে এমন ঘটনা সে বিষয়ে এখনও কিছু জানা যায়নি। তবে ঘটনার তদন্ত শুরু করেছে ডালখোলা থানার পুলিশ।

ফোর্টিন টাইমলাইন, ডালখোলা।

- Advertisement -

সম্পর্কিত খবর

- Advertisement -

ট্রেন্ডিং

close