বুধবার ডালখোলা পূর্ণিয়া মোড় এলাকার ৩১ নম্বর জাতীয় সড়কের শিলিগুড়ি অভিমুখী ফ্লাইওভারের উপরে এই দুর্ঘটনাটি ঘটে। মৃতের নাম মেহেবুব আলম বয়স (২৬)। তিনি বিহারের বাইসি থানার দৌলতপুর গ্রামের বাসিন্দা ছিলেন। স্থানীয়দের অনুমান, কোনও গাড়ির সঙ্গে ধাক্কা লাগার ফলে মাথায় চোট লাগে ওই যুবকের। যার কারণে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার।
সূত্রের খবর, এদিন দুপুরে দুর্ঘটনার খবর পেয়ে পূর্ণিয়া মোড় এলাকার শিলিগুড়ি অভিমুখী ফ্লাইওভারের উপর গেলে দেখা যায় একটি যুবকের মৃতদেহ পড়ে রয়েছে। দুর্ঘটনাস্থল থেকে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রায়গঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠিয়েছে ডালখোলা থানার পুলিশ। যদিও সঠিক কী কারণে ওই যুবকের মৃত্যু হয়েছে তা জানতে তদন্ত শুরু করা হয়েছে।
ফোর্টিন টাইমলাইন,ডালখোলা|