Uttar Dinajpur : মাধ্যমিক পরীক্ষার্থীর ঝুলন্ত দেহ উদ্ধার

আরও পড়ুন

মাধ্যমিক পরীক্ষার্থীর ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে তোলপাড় ডালখোলা থানার সূর্যাপুর এক নম্বর গ্রাম পঞ্চায়েতের ডুমুরিয়া গ্রামে। মৃত কিশোরীর নাম দীপা মজুমদার বয়স ১৭। ডালখোলার একটি বেসরকারি বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী ছিল সে।

সূত্রের খবর, এদিন সকালে অনেক দেরি পর্যন্ত দীপা নিজের ঘর থেকে বের না হওয়ায়, পরিবারের লোকজন তাকে ডাকাডাকি শুরু করেন। কিন্তু কোনও সাড়া না মেলায় অবশেষে জানালা দিয়ে দীপাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান তারা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় ডালখোলা থানার পুলিশ। কিশোরীর দেহটিকে উদ্ধার করে ডালখোলা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন।পরে ময়নাতদন্তের জন্য দেহটি রায়গঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠায় ডালখোলা থানার পুলিশ।

জানা গিয়েছে, এলাকায় ভালো মেয়ে বলে সুখ্যাতি ছিল দীপার। মৃতার জামাইবাবু রবীন্দ্রনাথ বিশ্বাসের বক্তব্য,বাড়িতে কারও সঙ্গে মতপার্থক্য ছিল না তার। এমনকি সে মোবাইলও ব্যবহার করত না। ডালখোলা থানার ওসি বিশ্বনাথ মিত্র জানান, কী কারণে ওই কিশোরী আত্মঘাতী হল তার কারণ জানা যায়নি তবে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

ফোর্টিন টাইমলাইন, ডালখোলা, উত্তর দিনাজপুর।

- Advertisement -

সম্পর্কিত খবর

- Advertisement -

ট্রেন্ডিং

close