নলকূপ বসানো হলোও তা থেকে জল না পড়ায় কাজে আসছেনা মানুষের।ঘটনা টি ঘটেছে দার্জিলিং জেলার শুকনা চা বাগন।
অভিযোগে, এলাকায় দীর্ঘদিন যাবৎ পানীও জলের সমস্যা থাকলেও কোনও সমাধান হয়নি স্থানীয় বাসিন্দাদের দাবি কল আছে কিন্তু সেই কলে জল নাই,তাই তাদের কুয়োর অপরিশ্রুত জল ফুটিয়ে খেতে হচ্ছে।
হীরা ওরাওঁ নামে এক গ্রামবাসী জানান,রাজনৈতিক দলগুলি ভোটার আগে বলেছিল পানীয় জলের সমস্যা মিটবে কিন্তু ভোট শেষ হয়ে গেলেই তাদের আর দেখা মেলে না। পঞ্চায়েতে একাধিকবার পানীয় জলের সমস্যা নিয়ে বলা হয়েছে কিন্তু কোনও কাজ হয়নি।’
শিলিগুড়ির মহকুমা পরিষদের সভাপতি অরুন ঘোষ বলেন, আমরা চেষ্টা করছি, এছাড়া বিষয়টি পিএইচই বিভাগকে বলা হয়েছে এবং খুব তাড়াতাড়ি বাড়ি বাড়ি জল চলে গেলে আর কোনও সমস্যা হবে না।
দামরা গ্রামে গেলে দেখা যায়, কোথাও পাইপ ফাটা, কোথাও আবার কলের মাথা নেই।
শুধু তাই নয়,বেশ কয়েকটি রিগবোর টিউবওয়েল থাকলেও আধ ভাঙা অবস্থায় পড়ে আছে। এলাকায় টাইম কলের ব্যবস্থা থাকলেও জল আসার কোনও উপায় নেই।শুধু তাই নয় বেশ কয়েকটি রিগবোর টিউবওয়েল থাকলেও আধ ভাঙা অবস্থায় পড়ে আছে।
তাই চরম দুর্ভোগে রয়েছেন দামরা গ্রামবাসীরা। এলাকায় সৌরশক্তিচালিত একটি জলধারা আছে তবে শীতকালে ঘন কুয়াশার কারণে সেখান থেকেও জল পাওয়া যায় না। তাই গ্রামবাসীদের কুয়োর অপরিশ্রুত জলের ওপর নির্ভর করতে হচ্ছে।
ফোর্টিনে টাইমলাইন শুকনা শিলিগুড়ি।