New Delhi : সিবিআই-কে ‘স্বাগত’ মণীশ শিসোদিয়ার

আরও পড়ুন

দিল্লির উপ-মুখ্যমন্ত্রী মণীশ শিসোদিয়ার বাড়িতে হানা দিল সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন (CBI)। শুক্রবার সকালে সিবিআই আধিকারিকরা তাঁর বাড়িতে হানা দেয় বলেই খবর। এছাড়া এদিন সি বি আই আধিকারিকরা দিল্লি ও তার আশপাশের ২১ টিরও বেশি এলাকায় তল্লাশি চালায়। দিল্লির আবগারি নীতিতে অভিযুক্ত বেনিয়মের বিরুদ্ধে তাঁর নামে অভিযোগ আনা হয়েছে।

সূত্রের খবর, শুক্রবার সকালে নিজের বাড়িতে সিবিআই আধিকারিকদের ‘স্বাগত’ জানান মণীশ শিসোদিয়ার। তিনি টুইট করে সম্পূর্ণভাবে তাদেরকে সহযোগিতা করার কথা বলেছেন। তিনি আরও বলেন, “এটা খুবই দুঃখজনক যে আমাদের দেশে যারা ভালো কাজ করেন তাদের এভাবে হয়রানির শিকার হতে হয়। এই কারনে আমাদের দেশ এখনও এক নম্বরে ওঠেনি।”

এই ঘটনার বিরুদ্ধে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল তীব্র নিন্দা করে বলেন, তাদের দল শিসোদিয়ারকে পুরোপুরিভাবে সহযোগিতা করবে।

টাইমস ফোর্টিন ব্যুরো, নয়াদিল্লি।

- Advertisement -

সম্পর্কিত খবর

- Advertisement -

ট্রেন্ডিং

close