New Delhi : উচ্চশিক্ষিত হয়েও চা বিক্রি করছেন শর্মিষ্ঠা,ভাবনা-রা

আরও পড়ুন

কোনও কাজ -ই ছোট নয়, তা আরও একবার প্রমাণ করে দিলেন শর্মিষ্ঠা ঘোষ। ইংরেজি সাহিত্যে স্নাতকোত্তর করার পর বিদেশি এক শিক্ষাপ্রতিষ্ঠানে বেশ কিছু দিন চাকরিও করেছিলেন তিনি। কিন্তু মনের অভ্যন্তরে থাকা সুপ্ত স্বপ্ন তাকে যেন তাড়িয়ে বেড়াত। চারচাকা ঠেলা গাড়িতে থাকা, নিজের চায়ের দোকাননের স্বপ্ন কে বাস্তবায়িত করতে হঠাৎ করেই একদিন চাকরি ছেড়েদিলেন শর্মিষ্ঠা । দেশের প্রতিটি প্রান্তে থাকবে তার চা -য়ের দোকান এরকমই স্বপ্নই দেখেন তিনি। অবশ্য শর্মিষ্ঠা একা নন, তাঁর এই যজ্ঞে সামিল হয়েছেন পেশায় বিমানসংস্থার কর্মী ভাবনা রাও। শর্মিষ্ঠা এবং ভাবনার কর্মযজ্ঞ দেখে আপ্লুত নেটনাগরিকরা। এই ঘটনা দেখে উৎসাহিত অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার সঞ্জয় খন্নাও। এমন কাজ বেছে নিলেন কেনও ?” একথা শর্মিষ্ঠার কাছে জানতে চাইলে শর্মিষ্ঠার নির্লিপ্ত উত্তর- তিনি তাঁর স্বপ্নকে বাস্তব রূপ দিতে চান।” তার এই কর্মযজ্ঞ অনেক কর্মহীন যুবক-যুবতীদের মধ্যে উৎসাহ বাড়াবে বলে আশা করা যায়।সমাজমাধ্যমে শুভেচ্ছা বার্তায় ভীষণ খুশি শর্মিষ্ঠা ও ভাবনা দুজনই। শর্মিষ্ঠা এবং ভাবনাদের দেখে আগামী দিনে পাশ্চাত্যের দেশগুলির মতন বহু নাগরিকরাই বিভিন্ন ধরনের কাজ করতে উৎসাহী হবেন।

ফোর্টিন টাইমলাইন, নয়াদিল্লি ।

- Advertisement -

সম্পর্কিত খবর

- Advertisement -

ট্রেন্ডিং

close