New Delhi : চালক বিহীন ট্রেন, নয়া উদ্যোগ রেলের

আরও পড়ুন

মেট্রোর পর এবার শীঘ্রই সাধারণ রেলগাড়িও চলবে চালক ছাড়া । দিল্লি এর জন্য ভারত
ইলেকট্রনিকস লিমিটেড-এর সঙ্গে চুক্তি করেছে। যাত্রীরস্বার্থেই ভারতীয় রেলের এই উদ্যোগ।

সূত্রের খবর, ভারতীয় প্রযুক্তি ব্যবহার করেই চালকহীন ট্রেন চালানোয় উদ্যোগী হবে রেল।
ভারতে এর আগে আই-সিবিটিসি চালু হয়নি কোথাও। ভারতের রেলপথ বিশ্বে দ্বিতীয় । সেই পরিষেবায় যুক্ত হয়েছে আধুনিকতার নতুন নতুন ধাপ। আধুনিক সিগন্যালিং ব্যবস্থার পর এবার রেডিও কমিউনিকেশনের মাধ্যমে ট্রেনচলাচল নিয়ন্ত্রিত হবে।আত্মনির্ভর ভারত’ স্লোগানের এটি বড় পদক্ষেপ হবে বলে আশা করা যায়। তবে কত দিনের মধ্যে তা বাস্তবায়িত হবে সেটাই এখন দেখার।

ব্যুরো নিউজ , নয়াদিল্লি।

- Advertisement -

সম্পর্কিত খবর

- Advertisement -

ট্রেন্ডিং

close