New Delhi : রাজীব গান্ধীর ৬ হত্যাকারী আদালতের নির্দেশে মুক্ত

আরও পড়ুন

অবশেষে সুপ্রিম কোর্টের নির্দেশে রাজীবগান্ধী হত্যা মামলায় জড়িত ৬ জন আসামীকেই মুক্তি দেওয়া হ’ল।মুক্তিপ্রাপ্ত ৬ জন আসামীরা হলেন – রবিচন্দ্রন, নলিনী শ্রীহরণ, শান্থন, মুরুগান, রবার্ট পায়াস এবং জয়কুমার।
উল্লেখ্য, ১৯৯১ সালের ২১মে রাতে তামিলনাড়ুর একটি জনসভায় খুন হন ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী রাজীব গান্ধী । সেই ঘটনার সঙ্গে জড়িত সাত জনকেই মৃত্যুদণ্ডের নির্দেশ দিয়েছিল আদালত। তার পরেই রাষ্ট্রপতির কাছে নিজেদের প্রাণ ভিক্ষার আকুতি জানায় আসামীদের পরিবার। সুপ্রিমকোর্টের নির্দেশে ২০১৪ সালে মৃত্যুদণ্ডের বদলে তাদের যাবজ্জীবন সাজা হয়। ৩০ বছর সাজার পর তামিলনাড়ু সরকার ২০১৮ সালে দোষীদের মুক্তির সিদ্ধান্ত নেয়। তা কার্যকর করতে সিদ্ধান্তনামা যায় রাজ্যপালের কাছ থেকে রাষ্ট্রপতির কাছে। যদিও রাষ্ট্রপতি তা নাকচ করে দেন। দীর্ঘ সময় ধরে আইনি জটিলতার পথ পেরিয়ে অবশেষে মুক্তি পেল তারা। শুক্রবার সুপ্রিমকোর্টের নির্দেশে অভিযুক্তদের মুক্তির পর তাদের পরিবারে খুশির আবহাওয়া তৈরি হয়। প্রসঙ্গত, প্রয়াত প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর পরিবার থেকেও দোষীদের ক্ষমা করে দিয়ে মুক্তির আবেদন জানানো হয়। এবার দোষীরা মুক্তি পাওয়ায় গান্ধী পরিবারও খুশি।

ব্যুরো নিউজ ,নয়াদিল্লি ।

- Advertisement -

সম্পর্কিত খবর

- Advertisement -

ট্রেন্ডিং

close