New Delhi: আকাশে কালো মেঘের কুণ্ডলীর আর দোষ কি ! যানজটে নাকাল রাজপথ

আরও পড়ুন

মাত্রাতিরিক্ত ভিড়ে ঠাসা ভারতের রাজধানী দিল্লির রাজপথ। সময়ে গন্তব্যে পৌঁছতে পারেন না মানুষ। দোষারোপ করা হয় ট্রাফিক পুলিশকে। দিল্লির রাজপথের যানজট দূর করতে আরো বেশি উড়ালপুলের প্রয়োজন। প্রয়োজন বৈজ্ঞানিক পদ্ধতিতে রাস্তাঘাট নির্মাণ করা। এই শহরেও বিএস স্ট্যান্ডার্ড সিক্স মানের যানবাহন সর্বত্র ব্যবহার করা হয় না, ফলে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকা পুরনো যানবাহন থেকে নির্গত হওয়া ধোঁয়া দিল্লির আকাশকে মাঝেমধ্যেই ছেয়ে ফেলে। শুরু হয় কালো জল মিশ্রিত বৃষ্টিও। এসব দূর করতে যানবাহনে ব্যবহৃত লুব্রিক্যান্টের মানও যাচাই করতে হবে। জরুরী গণসচেতনতাও।

নয়দিল্লি রেল স্টেশনের এক নম্বর প্রবেশদ্বারের সামনে দাঁড়িয়ে জীবন ভট্টাচার্যের রিপোর্ট, টাইমস ফোর্টিন বাংলা।

- Advertisement -

সম্পর্কিত খবর

- Advertisement -

ট্রেন্ডিং

close