আইএসএফের কর্মসূচি ঘিরে তীব্র উত্তেজনায় ধর্মতলায় রণক্ষেত্র পরিস্থিতি। শনিবার বিকেলে আইএসএফের বিক্ষোভে ব্যাপক লাঠিচার্জ করল পুলিশ। সঙ্গে ফাটানো হয়েছে কাঁদানে গ্যাসের শেল। আরাবুল ইসলামকে গ্রেফতার না করলে বিক্ষোভ তুলবে না বলে জানান আইএসএফ নেতারা।বাঁশ,লাঠি নিয়ে পুলিশকে তাড়া করলেন আইএসএফের কর্মীরা।গার্ডরেল ভেঙে দেন তাঁরা। পাল্টা লাঠিচার্জ করে পুলিশও।
ফোর্টিন টাইমলাইন, কলকাতা।