একটা সময় আত্মহত্যার কথা ভেবেছিলেন অভিনেতা মনোজ বাজপেয়ী, কি কারণে এমন ভাবনা?

বলিউডে নিজের জায়গা গড়ে নেওয়ার যুদ্ধটা মোটেই সহজ ছিল না তাঁর, দিনের পর দিন হতাশা আর অবসাদ কুঁড়ে কুঁড়ে খাচ্ছিল তাঁকে, জীবন শেষ করে দেওয়ার সিদ্ধান্তও নিয়ে ফেলেন মনোজ বাজপেয়ী। তাঁর অদম্য জেদ, আত্মবিশ্বাস তাঁকে আজ পৌঁছে দিয়েছে এই জায়গায়।

0
72

এই মুহুর্তে বলিউডের জনপ্রিয় অভিনেতাদের তালিকার মধ্যে একজন হলেন মনোজ বাজপেয়ী। গত ২৩ এপ্রিল ছিল তাঁর ৫৩ তম জন্মদিন। অন্যতম এই বলিষ্ঠ অভিনেতার বলিউডে পাকাপাকি ভাবে  জায়গা করে নেওয়ার পিছনে ছিল বিরাট পরিশ্রম। বলিউডে নিজের জায়গা করে নেওয়ার নেপথ্যের গল্পটা আমরা অনেক অভিনেতাদের মুখেই শুনেছি। তাদের মধ্যে কেউ জানিয়েছে, বহিরাগত হওয়ার কারণে বলিউডে প্রথম প্রথম পাত্তা পায়নি। কারোর বক্তব্য, ট্যালেন্ট নয়, স্বজনপোষণের কারণেই বহু মানুষকে স্বপ্ন অপূর্ণ রেখে ফিরে আসতে হয়েছে। 

মনোজ বাজপেয়ী

কিন্তু, বলিউডের বিখ্যাত অভিনেতা মনোজ বাজপেয়ীর বলিউডে আসার গল্পটা একেবারেই অন্যরকম। বলিউড দুনিয়ায় জায়গা করে নেওয়ার জন্য প্রথম দিকে তিনি এত্তটাই যুদ্ধ করেছেন, যে একটা সময় এসে তিনি নিজের জীবন বিসর্জন দেওয়ার চিন্তাও করে ফেলেছিলেন। বিহারের প্রত্যন্ত এক গ্রামের কৃষকের ছেলে মনোজ বাজপেয়ী। দিল্লি এসেছিলেন পড়াশোনার সূত্রে। মনোজ যখন ৯ বছরের শিশু তখনই তিনি ঠিক করে নিয়েছিলেন বড় হয়ে অভিনেতা হবেন। অদম্য জেদ ছিল তাঁর। বহু থিয়েটার স্কুলে যোগ দেওয়ার চেষ্টা করেছেন, কিন্তু বারবার সেখান থেকে বের করে দেওয়া হয়েছে তাঁকে। তারপর অভিনয় করবেন বলে পাড়ি দেন মুম্বাইতে। এসব শুনে বাড়িতে শুরু হয় অশান্তি, বাড়ির লোক স্পষ্ট জানতে চান যে মনোজের লক্ষ্য টা কি? তাঁর বেশিরভাগ ঘনিষ্ঠরাই তাঁকে অকর্মণ্য ভাবতে শুরু করে। এই অস্থিরতার সময় মনোজ তাঁর বাড়ির লোককে চিঠি লেখেন, কিন্তু বাড়ির তরফ থেকে কোনও উত্তর মেলেনি। সেই সময়েই তিনি নিয়ে ফেলেন কঠিন এক সিদ্ধান্ত, জীবনটাই শেষ করে দেবেন। প্রতিনিয়ত হতাশা আর অবসাদ গ্রাস করছিল তাঁকে। তাঁর মনের এই অবস্থার কথা সম্পর্কে জানতেন তাঁর এক ঘনিষ্ঠ বন্ধু। সেই সময় তাঁর বয়স ছিল মাত্র ১৭ বছর। পরিস্থিতি তখন এমন দাঁড়ায় যে মনোজকে প্রতি মুহুর্তে পাহারা দিত তাঁর বন্ধু। এমনকি সেই সময় মনোজের জন্য দিনের পর দিন রাত জাগতে হত তাঁকে।

একের পর এক ব্লকবাস্টার ছবি দর্শকদের উপহার দিয়ে চলেছেন যেই অভিনেতা, তিনি একটা সময় পড়ে গিয়েছিলেন অথৈ জলে, অন্ধকারে পথ হাতড়ে বেড়াচ্ছিলেন। তাঁর অদম্য জেদ আর ইচ্ছাশক্তি সমস্ত প্রতিকূল পরিস্থিতিকে জয় করতে সাহায্য করে। ওয়েব সিরিজ ‘দ্য ফ্যামিলি ম্যান’ (The Family Man) থেকে শুরু করে বলিউডের একাধিক ছবিতে অভিনয় করে দর্শকদের মন জয় করে নিয়েছেন মনোজ বাজপেয়ী। সূত্রের খবর,  ২০২২ এর শেষ দিকেই শ্যুটিং শুরু হয়ে যাবে ‘দ্য ফ্যামিলি ম্যান’ সিজন ৩ এর। ইতিমধ্যেই রাজ এবং কৃষ্ণের চিত্রনাট্যের কাজ শুরু হয়ে গেছে,  তাতে প্রধান ভূমিকায় অভিনয় করতে দেখা যাবে মনোজ বাজপেয়ীকে এবং তাঁর স্ত্রীর ভূমিকায় দেখা যাবে প্রিয়মণিকে। চিত্রনাট্যটিতে অন্য ভূমিকায় অভিনয় করতে দেখা যাবে অভিনেতা শারিব হাশমিকেও। ছবিটি খুব শীঘ্রই মুক্তি পাবে ওটিটি প্ল্যাটফর্মে। 

‘দ্য ফ্যামিলি ম্যান’ সিজন ২ এর একটি দৃশ্যে মনোজ বাজপেয়ী