বাঙালির সঙ্গে সত্যজিৎ রায় এবং তাঁর রচিত উপন্যাসগুলির এক নিবিড় যোগাযোগ। যার মধ্যে তাঁর একটি জনপ্রিয় সৃষ্ট হল তারিণীচরণ চট্টোপাধ্যায়। এবার সেই তারিণী খুড়োই আসছেন বড় পর্দায়। তাও আবার বলিউডে। পরিচালক অনন্ত মহাদেবানের পরিচালনায় তারিণী খুড়োর চরিত্রে রয়েছেন অভিনেতা পরেশ রাওয়াল। ইতিমধ্যেই সিনেমার শ্যুটিং শেষ হয়েছে। কলকাতার বিভিন্ন জায়গায় শ্যুটিং করা হয়েছে এই ছবির জন্য।
শোনা যাচ্ছে, পরেশ রাওয়াল ছাড়াও এই ছবিতে অভিনয় করেছেন বিশিষ্ট বলিউড অভিনেতা নাসিরুদ্দিন শাহ। এছাড়াও, তারিণী খুড়োর বন্ধু বঙ্কিমবাবুর ভূমিকায় অভিনয় করতে দেখা যাবে টলিউড অভিনেতা রোহিত মুখোপাধ্যায়কে। কলকাতার বিভিন্ন বিখ্যাত জায়গা যেমন লেকমার্কেট, কুমোরটুলিতে এই ছবির কিছু অংশের শ্যুটিং করা হয়েছে।
সত্যজিৎ রায় রচিত তারিণী খুড়োর গল্প মোটামুটি সকলেরই জানা। কলকাতার বেনিয়াটোলার বাসিন্দা এই তারিণী খুড়ো। তিনি ব্যাচেলর মানুষ। দীর্ঘ পেশাদার জীবন তাঁর। অনন্ত মহাদেবান পরিচালিত তারিণী খুড়োর এই ছবিতে উঠে আসবে মূলত তারিণী খুড়োর ব্যক্তিগত জীবনে ঘটে যাওয়া ঘটনার ব্যাখ্যা। আর, জীবনের বিপদে আপদে তিনি কিভাবে নিজের উপস্থিত বুদ্ধি কাজে লাগিয়েছেন তার গল্প উঠে আসবে এই ছবিতে৷ সারা ভারত ঘুরেছেন তারিণী খুড়ো। এই ছবিতে সেই বৈশিষ্ট্য দেখা যাবে। সত্যজিৎ রায় পল্টু নামের এক কিশোর চরিত্রের মুখ দিয়ে তারিণী খুড়োর গল্প বলিয়েছেন। পরিচালক অনন্ত মহাদেবান এই গল্পের কতটা খুঁটিনাটি বিষয় তুলে ধরতে পেরেছেন তাঁর ছবিতে সেটাই দেখবার বিষয়।
প্রসঙ্গত, সত্যজিৎ রায়ের অমর চরিত্রের ধারায় তৃতীয় সৃষ্টি এই তারিণী খুড়ো। ফেলুদা এবং প্রফেসর শঙ্কুর পরেই স্বমহিমায় উজ্জ্বল এই চরিত্র৷ গুজরাটের পরেশ রাওয়াল এই বাঙালি খুড়োর চরিত্র কতটা সাবলীল ভাবে ফুটিয়ে তুলতে পারছেন তার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে রয়েছে দর্শকেরা।