বলিউডে পা রাখলেন বাংলার অভিনেতা আবীর চট্টোপাধ্যায়

আরও পড়ুন

জিৎ ও দেবের মতো বাংলা সিনেমার অন্যতম ব্যস্ত অভিনেতার নাম আবীর চট্টোপাধ্যায় । বাংলা সিরিয়াল থেকে সিনেমার পর্দায় উঠে আসা অভিনেতা আবীর চট্টোপাধ্যায়ের জন্য সালটা যেন জীবনের অন্যতম হতে চলেছে। ২০০৬ সালে “রবিবারের বিকেলবেলা” দিয়ে পথচলা শুরু হলেও ২০১৯ এ “ক্রসকানেকশান” সিনেমার পর আর পেছনে ফিরে তাকাতে হয়নি, তারপর ‘বোমকেশ বক্সী’, ‘প্রেম বাইচান্স’, ‘বোঝেনা সে বোঝেনা’, কানামাছি, আবার বোমকেশ, জাতিশ্মর, কাঠমান্ডু, রাজকাহিনীর মতো ছবিতে অভিনয় করে টলিউডে নিজের জমি শক্ত করে নিয়েছেন। জায়গা করে নিয়েছেন দর্শকদের মনে। এরপর বেশ কিছু টিভি সিরিয়াল ও রিয়ালিটি শো-তেও কাজ করতে দেখা যায়।

এবছরও পর পর বেশ কিছু ছবি মুক্তি পেতে চলেছে আবীর চট্টোপাধ্যায়ের। এবছরই এপ্রিলে মুক্তি পেয়েছে “আবার বছর কুড়ি পরে” সিনেমাটি দর্শকদের মন কেড়েছে, জোর কদমে চলছে “ফাটাফাটি” সিনেমার শুটিং । শিবপ্রসাদ মুখোপাধ্যায় ও নন্দিতা রায়ের প্রযোজনায় তৈরি ছবির পরিচালকের দায়িত্বে রয়েছেন অরিত্র মুখোপাধ্যায়।

এমতাবস্থায় সবচেয়ে খুশির খবর হল-বাংলার অভিনেতা আবীর চট্টোপাধ্যায় বলিউডে পা রাখতে চলেছেন। খুব শীঘ্রই মুক্তি পেতে চলেছে তার-ই প্রথম হিন্দি ওয়েব সিরিজ “অবরোধ সিজন ২” ছবিটি মুক্তি পাবে OTT প্লাটফর্ম Sony live-এ, ছবিটিতে একজন সেনা আধিকারিকের ভূমিকায় দেখা যাবে আবীর চট্টোপাধ্যায়কে। ইতিমধ্যেই ছবিটির অফিসিয়াল টিজার রিলিজ করায় আবীরের অনুগামীদের মনে উম্মাদনা দেখা দিয়েছে। আবীর চট্টোপাধ্যায় বলিউডে ডেবিউ করায় স্বাভাবিক ভাবেই উচ্ছ্বসিত তার অনুগামীরা। ছিপছিপে গড়নের চিরসবুজ অভিনেতা আবীরকে নিয়ে ইতিমধ্যেই বলিউডে তৈরি হয়েছে নয়া উন্মাদনা। তবে অভিনেতা আবীর বিষয়টি কতদূর এগিয়ে নিয়ে যেতে পারেন, সেটাই এখন দেখার।

 

Pabitra Kamal Roy, Cine Reporter, Kolkata

- Advertisement -

সম্পর্কিত খবর

- Advertisement -

ট্রেন্ডিং

close