২০০৭ সালে প্রথম পর্ব মুক্তি পাওয়ার পর আগামী ২০ মে প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে ‘ভুল ভুলাইয়া ২(Bhool Bhulaiya 2)’। ছবির প্রথম পর্বে অক্ষয় কুমার এবং বিদ্যা বালানকে অভিনয় করতে দেখা গিয়েছিল। এবার দ্বিতীয় পর্বে অভিনয় করেছেন কার্তিক আরিয়ান।
‘ভুল ভুলাইয়া’র প্রথম পর্ব দর্শকদের প্রচুর ভালোবাসা পেয়েছিল। প্রথর পর্বের পরিচালনা করেছিলেন প্রিয়দর্শণ। দ্বিতীয় পর্বের সিক্যুয়ালের পোস্টারে কার্তিককে গেরুয়া পোশাকে দেখা গিয়েছে। দ্বিতীয় পর্বটির পরিচালক হলেন আনিস বাজমি। সিক্যুয়ালে রয়েছে আরও চমক। কার্তিক আরিয়ানের বিপরীতে অভিনয় করতে দেখা যাবে কিয়ারা আডবানিকে। এছাড়াও অন্যান্য গুরুত্বপূর্ণ সব চরিত্রে অভিনয় করছেন তব্বু, রাজপাল যাদব এবং গোবিন্দ নামদেব আরও অনেকেই।
‘ভুল ভুলাইয়া ২’ ২০২০ সালের জুলাই মাসেই বড় পর্দায় মুক্তি পাওয়ার কথা ছিল। কিন্তু, লকডাউনের কারণে পিছিয়ে যায় ছবি মুক্তি। এমনকি ছবির শ্যুটিংও পিছিয়ে গিয়েছিল। এই ছবির পরিচালনার দায়িত্বে রয়েছেন অনিশ বাজমি। গল্প লিখেছেন ফরহাদ সামজি ও আকাশ কৌশিক। টি-সিরিজ এবং সিনে ১ স্টুডিওর ব্যানারে ভূষণ কুমার, মুরাদ খেতানি এবং কৃষাণ কুমার সিনেমার প্রযোজনা করেছেন।
সূত্রের খবর, ‘ভুল ভুলাইয়া ২’ ছবির মুক্তির তারিখ প্রথমে ২৫ মার্চ স্থির করা হয়েছিল। কিন্তু, এ দিন এসএস রাজামৌলির ছবি ‘আর আর আর(RRR)’ মুক্তি পেয়েছে। জানা গেছে, ‘আর আর আর’ ছবির সঙ্গে সংঘর্ষ এড়ানোর জন্যেই পিছনো হয়েছে কার্তিক ও কিয়ারার ছবির মুক্তির তারিখ।
প্রথম পর্বের ‘ভুল ভুলাইয়া’ ছবিতে বিদ্যা বালানের ‘মঞ্জুলিকা’ চরিত্রে অভিনয় খুবই প্রশংসা যোগ্য ছিল। দর্শকের মনে আজও গেঁথে আছে ‘আমি যে তোমার’ গানের দৃশ্যে ‘মঞ্জুলিকা’ চরিত্রে বিদ্যা বালানের অভিনয় এবং নাচ। প্রসঙ্গত, এবার ‘ভুল ভুলাইয়া ২’ ছবিতে মঞ্জুলিকা চরিত্রে দেখা যাবে কিয়ারাকে। এই ছবিতে মুখ্য চরিত্রে রয়েছেন কার্তিক আরিয়ান, কিয়ারা আডবাণী এবং তব্বু।