দক্ষিণী ছবির সফলতায় পিছিয়ে বলিউড

দক্ষিণী ছবি জুজু দেখাচ্ছে বলিউডকে, পুষ্পা, RRR, KGF 2-এর হিন্দি ভার্সনের সাফল্য এর প্রমাণ

আরও পড়ুন

বর্তমানে বলিউডকে পিছিয়ে রাখছে দক্ষিণী ছবি।হ্যাঁ এমনটাই দাবি নেটিজেনদের। সংকটে বলিউডের ভবিষ্যত, বলছেন বক্স অফিস বিশেষজ্ঞরা।উত্তর ভারতের বাজারে দক্ষিনের ছবি নজর কাড়ছে তাই দেখে বলিউডের মাথায় হাত। শনিবার এসএস রাজামৌলির ম্যাগনাম ওপাস RRR বিরল নজির গড়ল। করোনা-পরবর্তী সময়ে বলিউডের হিন্দি ছবির মধ্যে আয়ের নিরিখে RRR-এর হিন্দি ভার্সন এক নম্বরে। সূত্রের খবর রবিবার পর্যন্ত হিন্দি বলয়ে এই ছবির টিকিট বিক্রির পরিমাণ ২৮,৯৪৫কোটি টাকা! বিবেক অগ্নিহোত্রীর ‘দ্য কাশ্মীর ফাইলস’কে ২৪২ কোটি টাকা পিছনে ফেলল রামচরণ ও জুনিয়র এনটিআরের ছবি।

প্রসঙ্গত গত ২৫শে মার্চ মুক্তি পেয়েছে RRR। বিংশ শতাব্দীর গোড়ার দিকের দুই স্বাধীনতা সংগ্রামী আল্লুরি সীতারাম রাজু এবং কুমারম ভীমের বীরগাথা উঠে এসেছে এই ছবি। রামচরণ ও জুনিয়র এনটিআর ছাড়াও এই ছবিতে অভিনয় করেছেন আলিয়া ভাট ও অজয় দেবগণ। সম্প্রতি আরও একটি রেকর্ড গড়েছে এই ছবি। সলমন খানের ‘বজরঙ্গি ভাইজান’ ও আমির খানের ‘সিক্রেট সুপারস্টার’-এর ছবি বলিউডে রেকর্ড ব্রেক করেছে এই ছবি।

বর্তমানে আয়ের নিরিখে তৃতীয় সর্বোচ্চ ভারতীয় ছবি RRR। সামনে রয়েছে কেবলমাত্র, রাজামৌলিরই অপর ছবি ‘বাহুবলী: দ্য কনক্লিউশন ১ হাজার ৮১০ কোটি টাকা এবং মিস্টার পারফেকশানিস্টের ‘দঙ্গল’ ২.০২৪ কোটি টাকা। বিশ্বব্যাপী বক্স অফিসে এখনও পর্যন্ত ১০৭৩ কোটি টাকা আয় করে নিয়েছে এই ছবি।

সোমবার আরআরআরের হিন্দি ভার্সন ২৫০ কোটির গণ্ডি পার করে ফেলবে। বর্তমানে প্রেক্ষাগৃহ কাঁপাচ্ছে দুই দক্ষিণী ছবি, একটি ‘RRR’ অন্যটি যশের ‘KGF চ্যাপ্টার ২’। এই দুটি ছবির টিকিট রমরমিয়ে বিকোচ্ছে। আপতত মুক্তির অপেক্ষায় রয়েছে শাহিদের ‘জার্সি’, অজয়-অমিতাভের

- Advertisement -

সম্পর্কিত খবর

- Advertisement -

ট্রেন্ডিং

close