বিখ্যাত বর্ষীয়ান অভিনেতা তথা চিত্রনাট্যকার শিবকুমার সুব্র‍্যহ্মনিয়ামের আকস্মিক মৃত্যুতে গভীর শোকের ছায়া বলিউডে

বিনোদনজগতে আবারও এক নক্ষত্রপতন

আরও পড়ুন

বিনোদন জগতে গত কয়েক বছর ধরেই একের পর এক দুঃসংবাদ শোনা যাচ্ছে। চলতি বছরে পর পর নক্ষত্র পতন ঘটে চলেছে। গত কিছুদিন আগেই প্রয়াত হয়েছেন সুর সম্রাজ্ঞী লতা মঙ্গেশকর, বাপ্পি লাহিড়ী প্রমুখেরা। এবার প্রয়াত হলেন বর্ষীয়ান অভিনেতা তথা চিত্রনাট্যকার শিবকুমার সুব্র‍্যহ্মনিয়াম। রবিবার রাতে মুম্বাইতে তাঁর আকস্মিক মৃত্যু হয়েছে।

shivkumar subramaniam

বহুদিন ধরেই ক্যান্সারে আক্রান্ত হয়ে ভুগছিলেন এই বর্ষীয়ান অভিনেতা। প্রসঙ্গত, গত দু মাস আগেই শিবকুমার এবং তাঁর স্ত্রী দিব্যার একমাত্র পুত্র জাহান মাত্র ১৫ বছর বয়সে ব্রেন টিউমারে আক্রান্ত হয়ে মারা যায়। ১৬ বছরের জন্মদিনের দু সপ্তাহ আগেই জাহানকে হারান শিবকুমার। একমাত্র পুত্র সন্তানের মৃত্যু শোক মেনে নিতে পারেননি তিনি৷

বর্ষীয়ান এই অভিনেতা শুধু অভিনয়েই নয়, চিত্রনাট্যকার হিসেবে কাজ করেছেন। একাধিক হিন্দি ছবি এবং ওয়েব সিরিজে অভিনয় করেছেন শিবকুমার। বিখ্যাত হিন্দি ছবি ‘টু স্টেটস’, ‘মীনাক্ষী সুন্দরেশ্বর’, ‘নেইলপলিশ’, ‘হ্যাপি জার্নি’, ‘রকি হ্যান্ডসাম’, ‘কামিনে’, ‘ সহ আরও অনেক ছবিতে অভিনয় করেছেন তিনি। তাঁর সর্বশেষ অভিনয় দেখা গিয়েছে ‘মীনাক্ষী সুন্দরেশ্বর’ ছবিতে সানিয়া মালহোত্রার দাদুর চরিত্রে। ‘টু স্টেটস’-এ অভিনয় করেছেন আলিয়া ভাটের বাবার চরিত্রে। এছাড়াও, ছোটপর্দায় অভিনয় করেছেন শিবকুমার। ‘মুক্তি বন্ধন’ সিরিয়ালে তাঁর দাপুটে অভিনয় বহুকাল মনে রাখবে দর্শকরা।

shivkumar subramaniam

১৯৮৯ সালে বিধু বিনোদ চোপড়া পরিচলাইত ছবি ‘পরিন্দা’-র চিত্রনাট্য রচনা করেন শিবকুমার। এই ছবির চিত্রনাট্যের জন্য ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড পান তিনি। এই ছবিতে অভিনয় করেছিলেন নানা পাটেকর, মাধুরী দীক্ষিত, অনিল কাপুর, জ্যাকি শ্রফের মতো বিখ্যাত অভিনেতা অভিনেত্রীরা। এরপর সুধীর মিশ্রের ‘হাজারো খোয়াইশে অ্যায়সি’, ‘তিন পাত্তি’, ‘অর্জুন পন্ডিত’, ‘ইস রাত কি সুবহা নেহি’, ‘চামেলি’, ‘১৯৪২ আ লাভ স্টোরি’ সহ আরও অনেক ছবির চিত্রনাট্য লিখেছেন তিনি৷ ‘হাজারো খোয়াইশে অ্যায়সি’ ছবির জন্য ‘সেরা গল্প’ এবং ‘পরিন্দা’ ছবির জন্য ‘সেরা চিত্রনাট্যকার’ হিসেবে ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডে সম্মানিত হয়েছেন শিবকুমার।

শিবকুমারের এই আকস্মিক প্রয়াণে বলিউড দুনিয়ায় নেমেছে শোকের ছায়া৷ ছবি নির্মাতা হনশল মেহতা শিবকুমারের প্রয়াণের কথা জানিয়ে দুঃখ প্রকাশ করেছেন ট্যুইটারে। তিনি জানান, “অত্যন্ত দুঃখের সঙ্গে আপনাদের জানাচ্ছি আমাদের অত্যন্ত প্রিয় অভিনেতা শিবকুমার সুব্র‍্যহ্মনিয়াম প্রয়াত হয়েছেন। একাধিক উল্লেখযোগ্য কাজ করেছেন এই প্রতিভাবান অভিনেতা৷ ব্যক্তিগত এবং পেশাদার জীবনে সকলের কাছেই অত্যন্ত প্রিয় মানুষ ছিলেন শিবকুমার। তাঁর স্ত্রী দিব্যা এবং পরিবারের অন্যান্য সদস্যদের প্রতি আমি আমার সমবেদনা জানাই।”

শিবকুমারের প্রয়াণে শোকাহত হয়ে অভিনেতা আয়েষা রাজা বলেন, “আর কি বলব বন্ধু, শান্তিতে ঘুমোও, সব যন্ত্রণা থেকে মুক্তি পেলে।” শোকবার্তা জানান অভিনেতা মনোজ বাজপেয়ী, ভারতী সিং, সুনীল গ্রোভার, লিরিসিস্ট স্বানন্দ কিরকিরে, অভিনেতা অর্জুন কাপুর, সঙ্গীতা বিজলানি, অভিমন্যু দাসানি, রণবীর শোরে, পরিচালক এবং সাংবাদিক বীণা সরওয়ার প্রমুখেরা। মুম্বাইয়ের আন্ধেরির মোক্ষধাম হিন্দু শ্মশান ভূমিতে প্রয়াত অভিনেতা শিবকুমারের পরলৌকিক ক্রিয়া সম্পন্ন হয়েছে আজ।

- Advertisement -

সম্পর্কিত খবর

- Advertisement -

ট্রেন্ডিং

close