দীর্ঘ চার বছর অপেক্ষার পর পরিচালক অরিন্দম শীলের পরিচালনায় মুক্তি পেল “বোমকেশ হত্যামঞ্চ”। ছবিটিতে আবারও বোমকেশের ভুমিকায় দেখা যাবে টলিউডের হার্টথ্রব আবীর চট্টোপাধ্যায়কে। আবীরের নায়িকা হিসেবে অভিনয় করতে দেখা যাবে টলিউডের গ্ল্যামার কুইন সোহিনী সরকারকে। এছাড়াও ছবিটিতে অভিনয় করেছেন পাওলি দাম, রজতাভ দত্ত, অর্জুন, রাহুল ও আরও অনেকে। সত্তর দশকের পটভূমিকায় তৈরি এই রহস্যময় ছবিটিতে আবীর, সোহিনী ও অর্জুনের অনবদ্য অভিনয় দর্শকদের মুগ্ধ করবে বলে জানিয়েছেন পরিচালক অরিন্দম শীল। বোমকেশ সিরিজের আগের ছবিগুলিকে ছাপিয়ে যাবে বলে আশা করছেন ছবির কলা-কুশলীরা, ছবির টিজার দেখে ইতিমধ্যেই দর্কদের মনে উত্তেজনার পারদ চড়তে শুরু করেছে। বোমকেশের চরিত্রে আবীর চট্টোপাধ্যায়ের অভিনয় অনেক পরিণত ও সাবলীল মনে হয়েছে।ছবিটিতে খুনের রহস্য উম্মোচনের টান টান উত্তেজনার কাহিনী দর্শকদের মনে ধরবে বলে আশা করা যায়।
তবে সব মিলিয়ে ব্যোমকেশ হতাম অঞ্চল যে দর্শকদের মন জয় করবে তা বলার অপেক্ষা রাখে না।
কলকাতা থেকে পবিত্র কমল রায়ের রিপোর্ট, টাইমস ফোর্টিন বাংলা।