কিংবদন্তীর শেষটাই যেনও শুরু। বিগত কয়েক বছর পর বাংলা সিনেমায় যেনও জোয়ার এসেছে। কয়েকটা বছর ধরে মুখ থুবড়ে পড়া টলিউড আবারো প্রাণ ফিরে পেয়েছে। ২০২২ এর শুরু থেকেই পর পর ছবি রিলিজ করছে শুধু তাই নয়, বেশ কিছু ছবি পুনরায় আশার আলো জাগিয়েছে টলিপাড়ায়। এবছর বলিউডের হিন্দি সিনেমার ফল খুব খারাপ হলেও পর পর সফল হতে দেখা গিয়েছে দক্ষিণ ভারতীয় সিনেমাকে, তারই সঙ্গে টেক্কা দিয়ে চলছে বাংলা সিনেমাও।
গত মাসের শুরুতে রিলিজ করা “বেলা শুরু” ছবিটি যেন একটা মাইল স্টোন হতে চলেছে বাংলা সিনেমার ইতিহাসে। জীবনের শেষ মুহুর্তে এসে জীবনসঙ্গীর ভালোবাসার গল্প নিয়ে তৈরি ছবি “বেলা শুরু”-তে অভিনয় করেছেন বাংলা সিনেমার কিংবদন্তী অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়। এছাড়াও ছিলেন স্বাতীলেখা সেনগুপ্ত। বর্তমানে এই জুটি আর বেঁচে নেই। সঙ্গে অভিনয় করেছেন খরাজ মুখোপাধ্যায়। ছবিটি পরিচালনা করেছেন শিবপ্রসাদ মুখোপাধ্যায় ও নন্দিতা রায়। অভিনব কায়দায় ছবিটির প্রমোশন হয়েছে কলকাতার নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমান বন্দরে । সেখানে পরিবারের ছোট মেয়ে অভিনেত্রী মনামী ঘোষ ও তাঁর সঙ্গী-সাথীরা – ‘আশ্বিনো, ফাগুনো মাসে ফুল ফুটি়ছে…..’ গানের তালে নেচে দর্শকদের নজর কেড়েছেন।
মহানায়ক উত্তম কুমারের সমসাময়িক অভিনয় করা কিংবদন্তী সৌমিত্র চট্টোপাধ্যায় গত হয়েছেন ২০২০ সালের ১৫ নভেম্বর, এযেন বাংলা সিনেমার একটা দীর্ঘ অধ্যায়ের সমাপ্তি, মৃত্যুর প্রায় দু’বছর পরে রিলিজ হওয়া সৌমিত্র-স্বাতীলেখার শেষ ছবি “বেলা শুরু” ছবিটি দিয়ে তিনি বুঝিয়ে দিয়েছেন- তিনি আজও আছেনএবং রয়ে গিয়েছেন মানুষের মনের চিলে কোঠায়।
তার এই শেষ ছবি ঘিরে একটা উম্মাদনা কাজ করেছিল দর্শক মহলে, ছবিটির মুক্তির পর থেকেই বেশ কিছু সিনেমা হল প্রায় হাউস ফুল। বিশেষ করে প্রাপ্ত বয়স্ক মানুষের ঢল উপচে পড়ছে প্রেক্ষাগৃহগুলিতে। এমতাবস্থায় “বেলা শুরু” ছবিটি হিন্দিতে ডাবিং করে চলছে ভারতের অন্যান্য রাজ্য গুলিতে, সেখানেও ভালো সাড়া ফেলেছে ছবিটি। ভারত ছাড়া অন্য বেশ কিছু দেশেও রিলিজ করা হয়েছে ছবিটি। কিন্তু কি বলছেন দর্শকরা শুনে নেব দর্শকদের প্রতিক্রিয়া-
দর্শকদের বিপুল সাড়া পেয়ে প্রযোজক ও প্রেক্ষাগৃহের মালিকরা যারপরনাই খুশি। বাংলা ছবির বাজার যে আজও টিকে আছে সেটাই মনে করছেন বাংলা ছবির দর্শক মহল।
কলকাতার প্রিন্স আনোয়ার শাহ রোড-এর নবীনা সিনেমা বিল্ডিং-এর সামনে থেকে দাঁড়িয়ে পবিত্র কমল রায়ের রিপোর্ট, টাইমস ফোর্টিন বাংলা