Netflix: যোগ্যতা দিয়ে ভালোবাসার নারীকে জয় ‘জাদুগর’-এ

আরও পড়ুন

নেটফ্লিক্সে(Netflix) আসতে চলেছে একটি স্পোর্টস কমেডি-ড্রামা ‘জাদুগর(Jadugar)’। সম্প্রতি, এর ট্রেলার প্রকাশিত হয়েছে। এটি কম সময়ের এক জাদুকরের গল্প। তাঁর খেলার প্রতি কোনও আগ্রহ নেই। কিন্তু, তাঁর প্রেমকে বিয়ে করার জন্য তাকে একটি ফুটবল টুর্নামেন্ট জিততে হবে। ট্রেলার মুক্তিতেই দারুন সাফল্য পেয়েছে এই ছবি।

‘জাদুগর’-ছবিটিতে অভিনয় করেছেন জিতেন্দ্র কুমার(jitendra Kumar), জাভেদ জাফেরি(Jaaved Jaaferi) এবং আরুশি শর্মা(Aarushi Sharma)-সহ আরও অনেকেই। এখানে প্রধান চরিত্রে অভিনয় করেছেন জিতেন্দ্র কুমার। ট্রেলারে তাঁকে একজন জাদুগর হিসেবে দেখানো হয়েছে। সেখানে তাঁর নাম মীনু। “ম্যাজিক মীনু”। তাঁর কোনও ক্রীড়া প্রতিভা নেই। কিন্তু, তাঁর ভালোবাসাকে জেতার জন্য তাঁকে একটি ফুটবল ম্যাচও জিততে হবে। তাঁকে তাঁর যোগ্যতা দিয়ে তার ভালোবাসার নারীকে জিততে হবে। ছবিতে জাভেদ জাফেরি জিতেন্দ্রর প্রশিক্ষক এবং আরুশি শর্মা তাঁর রোমান্টিক আগ্রহের চরিত্রে অভিনয় করেছেন।

ইতিমধ্যে জিতেন্দ্র কুমার বিভিন্ন শো করে তাঁর সাফল্য অর্জন করেছেন। বিখ্যাত অভিনেতা আয়ুষ্মান খুরানার সঙ্গে তিনি ‘শুভ মাঙ্গাল জিয়াদা সাবধান(Shubh Mangal Zyada Saavdhan)‘ করেছেন। এরপর এই অভিনেতাকে সম্প্রতি পঞ্চায়েত ২-এ দেখা গেছে যা একটি দুর্দান্ত প্রত্যাবর্তন করেছে এবং দর্শকদের মুগ্ধ করেছে। কোটা ফ্যাক্টরি সিজন ২-এও দেখা গেছে তাঁকে। কোটা ফ্যাক্টরি করার পর থেকে তিনি “জীতু ভাইয়া” নামে পরিচিত।

এরপরই ‘জাদুগর’-এর ট্রেলার প্রকাশ। ট্রেলারে ভালোই সাফল্য পেয়েছে এই ছবি। আগামী ১৫ জুলাই নেটফ্লিক্সে মুক্তি পাবে এই ছবি। ট্রেলার দেখে দর্শকরা অধীর আগ্রহে বসে আছে পুরো ছবিটি দেখার জন্য।

ব্যুরো নিউজ, মুম্বই, টাইমস ফোর্টিন বাংলা।

- Advertisement -

সম্পর্কিত খবর

- Advertisement -

ট্রেন্ডিং

close