বাবার অনুপস্থিতির যন্ত্রণা এখনও অনুভব করেন কাজল, কি বললেন তাঁর বাবার মৃত্যুবার্ষিকীতে

আরও পড়ুন

১৪ বছর আগে বাবাকে হারিয়েছেন বলিউড অভিনেত্রী কাজল। আজও বাবা হারানোর যন্ত্রণা তাঁকে প্রতিনিয়ত তাড়া করে বেড়ায়। গত ১০ এপ্রিল ছিল কাজলের বাবা সোমু মুখার্জির মৃত্যুবার্ষিকী। এদিন ভীষণ আবেগপ্রবণ হয়ে পড়েন কাজল এবং সোশ্যাল মিডিয়াতে তাঁর বাবাকে নিয়ে একটি ছবি পোস্ট করেন। কাজল লেখেন, “গত ১৪ বছর আগে আজকের দিনেই তুমি আমাকে ছেড়ে চলে গিয়েছিলে। আজকের দিনেও আমি তোমাকে হারানোর যন্ত্রণা অনুভব করি। তোমায় খুব মিস করি বাবা। আমি সবসময় তোমার ছোট্টোটিই হয়ে থাকব।

উল্লেখ্য, অভিনেত্রী কাজলের বাবা সোমু মুখার্জি ছিলেন বলিউডের নাম করা একজন ছবি নির্মাতা তথা প্রযোজক এবং লেখক। আর মা হলেন বিখ্যাত অভিনেত্রী তনুজা মুখার্জি৷ প্রায়ই নানা শো তে কাজল তাঁর বাবা মায়ের গল্প করেন। সম্প্রতি একটি শো তে কাজল বলেন তাঁর বাবা মায়ের বিবাহবিচ্ছেদ প্রসঙ্গে। তিনি বলেন, “আমার যখন সাড়ে চার বছর বয়স, তখন আমার বাবা মা একে অপরের থেকে আলাদা হয়ে যান। আমার অবাক লাগত সেই সব বাচ্চাগুলোকে দেখে যাদের বাবা মা তাদের সঙ্গে থাকত। কিন্তু, এটা ঠিক যে আমি আমার মা বাবার কাছ থেকে আলাদা আলাদা করে ভীষণ ভালোবাসা পেয়েছি। আর, ওঁনারা যখন একসঙ্গে থাকতেন তখন তো ওঁদের থেকে স্নেহ পেয়েছি বটেই। আমি খুব ভালো ভাবেই এবং যত্নে বেড়ে উঠেছি। এই বিষয়ে আমি নিজেকে খুব ভাগ্যবতী বলে মনে করি। প্রচুর আধুনিক মনস্ক মানুষের মাঝে আমার ছোটবেলার দিনগুলো কেটেছে।”

উল্লেখ্য, কাজলের বাবা সোমু মুখার্জি বহু বিখ্যাত সিনেমার পরিচালক এবং প্রযোজক হিসেবে কাজ করেছেন। তার মধ্যে- ‘ফিফটি ফিফটি’, ‘লাভার বয়’, ‘নানহা শিকারি’, ‘পাত্থর কে ইনসান’ এবং আরও প্রমুখ সিনেমায় তিনি কাজ করেছেন। কাজল বেশ কিছুদিন ধরেই বেশ অন্য ধরনের অভিনয় করছেন। চিরাচরিত পথের বাইরে একটু অন্য ধরনের চরিত্র বেছেছেন কাজল। এমন এক এক নারী চরিত্র বেছে নিয়েছেন যার সঙ্গে দর্শকেরা নিজেদের অনায়াসেই একাত্ম করে ফেলতে পারবেন।

সম্প্রতি, নতুন একটি ছবি সালাম ভেঙ্কির জন্য কাজ করছেন কাজল। সত্য ঘটনা অবলম্বনে তৈরি হচ্ছে এই ছবি। ছবির প্রথম দফার শ্যুটিং সম্পন্ন হয়েছে ইতিমধ্যেই। এখন এই ছবি মুক্তির অপেক্ষায় রয়েছেন কাজল ফ্যানেরা।

- Advertisement -

সম্পর্কিত খবর

- Advertisement -

ট্রেন্ডিং

close