Kolkata :ঘুমের দেশে পাড়ি দিলেন অভিনেত্রী ঐন্দ্রিলা

আরও পড়ুন

রবিবার দুপুর ১২টা বেজে ৫৯ মিনিটে হাওড়ার এক বেসরকারি হাসপাতালে দীর্ঘ লড়াইয়ের অবসান ঘটলো ঐন্দ্রিলার। চির জীবনের মত তিনি পাড়ি দিলেন ঘুমের দেশে।

হাসপাতাল সূত্রে খবর- গত ১ নভেম্বর গুরুতর অসুস্থ অবস্থায় তাঁকে ভর্তি করানো হয় হাওড়ার একটি বেসরকারি হাসপাতালে মস্তিষ্কে রক্তক্ষরণের ফলে তিনি কোমায় চলে যান। অজ্ঞান অবস্থায় তাকে ভেন্টিলেশনে রাখা হয়। তার পর থেকেই তার শারীরিক অবস্থার ক্রমাবনতি ঘটছিল। ঘন ঘন কার্ডিয়াক অ্যারেস্ট-এর ফলে বার বার স্তব্ধ হয়ে যাচ্ছিল অভিনেত্রীর হৃদ্‌যন্ত্র। তাঁর এই কঠিন লড়াই-এ পাশে ছিলেন তাঁর পরিবারের সদস্যরা। সেইসঙ্গে ছিলেন তাঁর অত্যন্ত কাছের বন্ধু সব্যসাচী চক্রবর্তী। তিনি দিনরাত পড়েছিলেন ওই হাসপাতালে। ভালোবাসার এমন সাক্ষী -বিরল। পরিবার সূত্রের খবর- একাদশ শ্রেণিতে পড়ার সময় প্রথম বার ক্যানসার ধরা পড়ে তাঁর অস্থিমজ্জায় । সেযাত্রায় সুস্থ হয়ে উঠলেও বিধির বিধান কে লঙ্ঘন করবে ? পুনরায় ২০২১ সালে আবার দেখাদিল ফুসফুসে টিউমার। ঐন্দ্রিলা বরাবরই লড়াকু মেয়ে। জটিল রোগের সঙ্গে লড়াইয়ের পাশাপাশি তাঁর অভিনয়ের কাজও চালিয়ে গেছেন বিরামহীনভাবে। কিন্তু তৃতীয়বারের এই ধাক্কা আর সামলাতে পারলনা লড়াকু ঐন্দ্রিলা। তাঁর অকাল প্রয়ানে শোকস্তব্ধ তার পরিবার থেকে অভিনেত্রীর অনুরাগীরা।এদিন আর্টিস্ট ফোরামের সম্পাদক শান্তিলাল মুখোপাধ্যায় বলেন, তাঁর প্রয়াণে আমরা গভীরভাবে শোকাহত। আমরা তাঁর বিদেহী আত্মার চিরশান্তি কামনা করি৷এদিন সন্ধ্যায় টেকনিশিয়ান্স স্টুডিওতে প্রয়াত অভিনেত্রীর নশ্বর দেহ আনা হয়। তাঁকে শেষ শ্রদ্ধা জানান কলাকুশলী-সহ অসংখ্য মানুষ।

কলকাতার টালিগঞ্জ থেকে পবিত্র কমল রায়ের রিপোর্ট, টাইমস
ফোর্টিন বাংলা।

- Advertisement -

সম্পর্কিত খবর

- Advertisement -

ট্রেন্ডিং

close