Kolkata : ‘কলকাতা চলন্তিকা’ ছবির মুক্তি পাচ্ছে ২৫ আগস্ট

আরও পড়ুন

চলতি মাসের ২৫ তারিখ প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে পাভেল পরিচালিত ‘কলকাতা চলন্তিকা’। মানুষের উদ্বেগ ও ভালোবাসা দেখে চলতি মাসের ২৬ তারিখের বদলে ২৫ তারিখ ছবি মুক্তির দিন ঠিক করা হয়েছে।

সূত্রের খবর, ছবির মুখ্যভূমিকায় অভিনয় করছেন, ইশা সাহা, রজতাভ দত্ত, সৌরভ দাস, অপরাজিতা আঢ্য, শতাব্দী চক্রবর্তী, অনির্বাণ চক্রবর্তী, দিতিপ্রিয়া রায়, খরাজ মুখোপাধ্যায়, কিরণ দত্ত ওরফে বং গাই, অনামিকা সাহা। তিন দিনের গল্প উঠে আসবে ছবিতে। বাবা ভূতনাথ এন্টারটেনমেন্টের সাহায্যে শতদ্রু চক্রবর্তী প্রযোজিত ‘কলকাতা চলন্তিকা’-র গল্প লিখেছেন পাভেল এবং অধ্যাপক স্বাতী বিশ্বাস।

গল্পটি হল, সাল ২০১৬। প্রতিদিনের মতোই ব্যস্ত শহর কলকাতা। নিজের ছন্দেই বেশ চলছিল। হঠাৎই, তাতে ছন্দপতন হয়। ভেঙে পড়ে পোস্টে উড়ালপুলের একাংশ। সেইদিনের ক্ষত এখনও দগদগে হয়ে রয়েছে শহর কলকাতায়। ৬ বছর পরেও কলকাতা আগের মতো রয়েছে? এই নিয়েই গল্প ‘কলকাতা চলন্তিকা’-র।

ফোর্টিন টাইমলাইন, কলকাতা।

- Advertisement -

সম্পর্কিত খবর

- Advertisement -

ট্রেন্ডিং

close