আগামী ২৬ নভেম্বর, শনিবার বেলা সাড়ে বারোটায় গোয়ার পাঞ্জিমের ক্যাম্পাল এলাকার ওল্ড জি এম সি বিল্ডিং-এর আইনক্স-এ দেখানো হবে ‘টনিক’ নামের ছবিটি। স্বয়ং অভিনেতা দেব-সহ বাকি শিল্পী, কলাকুশলীরা সেখানে বসে ছবি দেখবেন। সেখানে একসঙ্গে বসে ছবি দেখার আহ্বান জানিয়েছেন গোয়ায় বসবাসকারী বাঙালি দর্শকদের।
প্রসঙ্গত,অভিনেতা দেব-এর নিজের প্রোডাকশন হাউস কোম্পানি “দেব এন্টারটেইনমেন্ট ভেঞ্চারস” এর তৈরি ছবি “টনিক” ৫৩তম গোয়া ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল-এ দেখানোর জন্য মনোনীত হয়েছে। গত ২০২১ সালের ২৪ ডিসেম্বর মুক্তি পেয়েছিল ছবিটি। ছবিতে অভিনয় করেছে দেব, পরাণ বন্ধোপাধ্যায়, শকুন্তলা বড়ুয়া, তনুশ্রী চক্রবর্তী ও কনিনীকা বন্দোপাধ্যায়-সহ বিশিষ্ট শিল্পীরা।
কলকাতার টলিপাড়া থেকে পবিত্র কমল রায়ের রিপোর্ট, টাইমস ফোর্টিন বাংলা।