তৈরি হতে চলেছে সৌরভ গাঙ্গুলির বায়োপিক

আরও পড়ুন

রূপোলি পর্দায় এবার দেখা যাবে মহারাজের জীবনী। বহুদিন ধরেই বলিউড আর ক্রিকেটের একটা যোগসূত্র রয়েছে। ইতিমধ্যেই রূপোলি পর্দার সঙ্গে নানা সূত্রে একাধিক ভারতীয় ক্রিকেটারদের নাম যুক্ত হয়েছে। ক্রিকেটারদের জীবন নিয়ে প্রচুর সিনেমা তৈরি হয়েছে এর আগে। এবার তারই রেশ ধরে তৈরি হচ্ছে সবার প্রিয় মহারাজ অর্থাৎ সৌরভ গাঙ্গুলির বায়োপিক।

ক্রিকেটের মাঠে সৌরভ গাঙ্গুলি

উল্লেখ্য, গত বছরই অর্থাৎ ২০২১ সালেই এই ছবি নির্মাণের চূড়ান্ত সিদ্ধান্ত ঘোষণা করা হয়ে গিয়েছিল। জানা গেছে, বলিউড পরিচালক লাভ রঞ্জন এবং অঙ্কুর গর্গের প্রযোজনা প্রতিষ্ঠান ‘লাভ ফিল্মস‘ নির্মাণ করতে চলেছে সৌরভের বায়োপিক। এই ছবি নির্মাণের ঘোষণার পর সৌরভ একটি ট্যুইট করে লেখেন, “হ্যাঁ, আমি আমার বায়োপিকের ব্যাপারে সম্মতি জানিয়েছি। ক্রিকেট আমার জীবন, এটা আমায় মাথা উঁচু করে সামনের দিকে এগিয়ে চলার আত্মবিশ্বাস জোগায়, এ এক দারুণ সফর। লাভ রঞ্জনের প্রযোজনায় আমার এই ক্রিকেট সফর নিয়ে ছবি নির্মিত হচ্ছে, আর তা বড়পর্দায় দেখা যাবে, এই ভেবেই আমি বেশ রোমাঞ্চিত বোধ করছি।”

প্রযোজক লাভ রঞ্জন

সৌরভ গাঙ্গুলির এমন ট্যুইটের পর তা শেয়ার করে লাভ রঞ্জন লেখেন, “লাভ ফিল্মসের পরিবারে আমাদের দাদাকে পাওয়া অত্যন্ত গর্বের এবং সৌভাগ্যের বিষয়। আপনার জীবনের কাহিনী সারা বিশ্বকে জানানোর অনুমতি দেওয়ার জন্য আপনাকে বিশেষ ধন্যবাদ।” প্রসঙ্গত, এর আগে ভারতীয় ক্রিকেটার মহেন্দ্র সিং ধোনির চরিত্র বড়পর্দায় ফুটিয়ে তুলেছিলেন প্রয়াত বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুত। এরপর পরিচালক কবীর খানের ছবি ‘৮৩’ তে কপিল দেবের চরিত্রে অভিনয় করেছেন অভিনেতা রণবীর সিং। ‘সাবাশ মিঠু’ ছবিতে মিতালি রাজের চরিত্রে অভিনয় করেছেন বলিউড অভিনেত্রী তাপসী পান্নু। তৈরি হয়েছে ভারতীয় মহিলা ক্রিকেটার ঝুলন গোস্বামীর জীবনের ছবি, তাতে ঝুলনের ভূমিকায় অভিনয় করতে দেখা গিয়েছে অভিনেত্রী অনুষ্কা শর্মাকে। 

সূত্রের খবর, এবার শোনা যাচ্ছে ছবিতে সৌরভ গাঙ্গুলির চরিত্রে অভিনয় করতে পারেন বলিউডের বিশিষ্ট অভিনেতা রণবীর কাপুর। মহারাজ জানিয়েছেন, সঞ্জয় দত্তের বায়োপিক ‘সঞ্জু’-তে রণবীর কাপুরের অভিনয় খুব ভালো লেগেছিল তাঁর। তবে, এই বায়োপিক নিয়ে সৌরভ বলেন যে, “ছবি তৈরির কথা তো বহুদিন ধরেই হচ্ছে৷ এ নিয়ে মিটিংও হয়েছে। তবে, এখনও স্ক্রিপ্ট লেখা শুরু হয়নি। খুব তাড়াতাড়িই তা শুরু করা হবে। আসলে আমি নানা ব্যস্ততা এবং কাজের চাপের জন্য সময় দিয়ে উঠতে পারছি না। তাই ছবির কাজ আটকে আছে। খুব তাড়াতাড়িই তা শুরু করার চেষ্টা চলছে।” 

অন্যদিকে, সামনেই আসতে চলেছে মহারাজের ৫০ তম জন্মদিন। এই দিনটা মূলত নিজের পরিবারের সঙ্গেই কাটান তিনি। তবে, এবার তিনি কলকাতায় থাকছেন না। থাকবেন ইংল্যান্ডে। জানিয়েছেন, সেখানে ইন্ডিয়া টেস্ট খেলবেন এবার। সৌরভের ভক্তরা অধীর আগ্রহে অপেক্ষা করে রয়েছে যে কবে তাদের প্রিয় দাদাকে বড়পর্দায় দেখা যাবে। শুধু দাদার চরিত্রের ভূমিকা নিয়েই নয়, জল্পনা চলছে দাদার স্ত্রী অর্থাৎ ডোনা গাঙ্গুলির চরিত্রে অভিনয় কে করছে তা নিয়েও। যদিও, প্রযোজনা সংস্থার তরফ থেকে জানানো হয়েছে যে, ছবিতে দাদার পছন্দকেই অগ্রাধিকার দেওয়া হবে। দাদার পছন্দের তালিকায় রয়েছেন অভিনেতা রণবীর কাপুর এবং হৃত্বিক রোশন। কে হবেন এবার পর্দার দাদা, তা দেখার অপেক্ষায় সৌরভপ্রেমীরা। 

দাদার পছন্দের তালিকার দুই অভিনেতা রণবীর কাপুর এবং হৃত্বিক রোশন

- Advertisement -

সম্পর্কিত খবর

- Advertisement -

ট্রেন্ডিং

close